সরকারি মালিকানায় আসছে ‘স্টার্টআপ বাংলাদেশ’
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Dec 2019 01:14 PM BdST Updated: 31 Dec 2019 01:14 PM BdST
পুরোপুরি সরকারি মালিকানায় গড়ে উঠছে দেশের প্রথম ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান ‘স্টার্টআপ বাংলাদেশ’। সোমবার মন্ত্রী পরিষদের নিয়মিত বৈঠতে এতে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্টার্টআপ বাংলাদেশ প্রতিষ্ঠানটি দেশে টেকসই ‘স্টার্টআপ ইকোসিস্টেম’ গড়ে তুলতে ভূমিকা রাখবে। এর পাশাপাশি সরকারের রূপকল্প-২০২১ বাস্তবায়নের কাজকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে সরকারি মালিকানাধীন নতুন এ প্রতিষ্ঠানটি।
মূলত স্টার্টআপদের উদ্ভাবনী ধারণাকে সফল ব্যবসায় রূপান্তরিত করতে যে আর্থিক ও বুদ্ধিবৃত্তিক সহযোগিতার প্রয়োজন পড়ে তা দেবে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি গড়ে তোলার উদ্যোগও নেওয়া হয়েছিল ওই কথা মাথায় রেখেই। ১৯ অগাস্ট, ২০১৯ -এ মন্ত্রী পরিষদের নিয়মিত বৈঠকে কোম্পানিটির নীতিগত অনুমোদন দেওয়া হয়। পরে কোম্পানিটির আইনগত বিষয়সমূহের খুঁটিনাটি যাচাই করে অনুমোদন দেয় আইন, বিচার ও সংসদ বিষয়ক বিভাগ।
ওই ধারাবাহিকতা মেনেই সাম্প্রতিক চূড়ান্ত অনুমোদনটি দিয়েছে মন্ত্রীসভা।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ্ সচিব এন এম জিয়াউল আলম স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড কোম্পানি গঠনের আইনের খসড়াটি মন্ত্রিসভায় উপস্থাপন করেন।
এরই মধ্যে স্টার্টআপ বাংলাদেশ আইডিয়া প্রকল্পের মাধ্যমে প্রায় ১২৬টি স্টার্টআপকে অনুদান দেওয়া হয়েছে। আগামীতে সরকারি মালিকানাধীন প্রথম ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি হিসেবে স্টার্টআপ মূল্যায়ন করা এবং প্রাথমিক পর্যায়ে সর্বোচ্চ এক কোটি এবং উন্নয়ন পর্যায়ে পাঁচ কোটি টাকা বিনিয়োগ করতে পারবে প্রতিষ্ঠানটি।
-
বন্ধ হচ্ছে মেটার ডিজিটাল ওয়ালেট ‘নোভি’
-
মোবাইল অ্যাপে ‘পডকাস্ট ক্রিয়েশন টুল’ আনছে স্পটিফাই
-
‘এলজিবিটি সার্চ’ নিষিদ্ধ আমিরাতের অ্যামাজনে
-
‘অনলাইন স্ট্যাটাস’ আড়ালের সুবিধা আসবে হোয়াটসঅ্যাপে?
-
যানবাহনেও আসতে পারে স্টারলিংকের ইন্টারনেট
-
শেষ হলো চতুর্দশ বিডিনগ সম্মেলন ও কর্মশালা
-
স্মার্টওয়াচে ‘ফ্যাক্টরি রিসেট’ করবেন যেভাবে
-
চাকরির সাক্ষাৎকারে প্রতারণার কৌশল ‘ডিপফেইক’
সর্বাধিক পঠিত
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- ‘পাওয়ারফুল’ সোহানকে নিয়ে ডমিঙ্গোর যে আশা
- নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিত: প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি
- নারায়ণগঞ্জে শিক্ষকের পিটুনিতে আহত দুই ছাত্রী হাসপাতালে