চীনে তৈরি গাড়ি বেচতে শুরু করলো টেসলা
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Dec 2019 08:55 PM BdST Updated: 30 Dec 2019 08:55 PM BdST
-
ছবি: টেসলা
প্রথমবারের মতো চীনে তৈরি গাড়ি সরবরাহ করেছে টেসলা। বিদ্যুত চালিত গাড়ি নির্মাতা এ প্রতিষ্ঠানটি একে বেশ বড় একটি মাইলফলক হিসেবে বিবেচনা করছে।
চীনের সাংহাইয়ের কাছাকাছি ‘গিগাফ্যাক্টরি’তে ১৫ টি চীনে তৈরি মডেল ৩ সেডান টেসলা গাড়ি ক্রেতার হাতে তুলে দেওয়া হয়েছে। কাজটি করার মধ্য দিয়ে বিশ্ব গাড়ি বাজারে আরেক ধাপ এগিয়ে গেল প্রতিষ্ঠানটি। বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, ঠিক এমন একটি সময় কাজটি করা হল যখন যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য যুদ্ধের কারণে নিজেদের উৎপাদন শিল্প চীনের বাইরে সরিয়ে নিচ্ছে মার্কিন প্রতিষ্ঠানগুলো।
ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠান টেসলা জানিয়েছিল, ২৫ জানুয়ারিতে চন্দ্র নববর্ষ শুরু হওয়ার আগেই গাড়ি সরবরাহ শুরু করার পরিকল্পনা রয়েছে। আর এখন ২০২০ সালের শুরু থেকেই সরবরাহ সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।
চীনে তৈরি টেসলা মডেল ৩ গাড়িটির দাম পড়বে ৫০ হাজার ডলার। স্থানীয় বিদ্যুত চালিত গাড়ি বাজারে বিএমডব্লিইউ, মার্সেইডিজ-বেঞ্জের মতো বৈশ্বিক ব্র্যান্ডগুলোর সঙ্গে পাল্লা দেবে টেসলার ওই গাড়িগুলো।
মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল, এইচপি এবং ডেলের মতো প্রতিষ্ঠানগুলো চীন-মার্কিন বাণিজ্য যুদ্ধের কারণে এশিয়ার অন্যান্য দেশে নিজেদের উৎপাদন শিল্প সরিয়ে নেওয়া শুরু করেছে। কারণ, চীনে তৈরি পণ্যের উপর চড়া কর আরোপ করছে যুক্তরাষ্ট্র। পাল্টাপাল্টি একই কাজ করছে চীনও।
তবে, টেসলা ওই সমস্যায় পড়বে না। চীনে তৈরি গাড়ি যুক্তরাষ্ট্রের বাজারে নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা নেই তাদের। উল্টো চীনে তৈরি গাড়ি চীনেই বিক্রির পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। এতদিন যুক্তরাষ্ট্রে তৈরি গাড়ি টেসলা চীনে রপ্তানি করত টেসলা। স্বাভাবিকভাবেই এভাবে কর গুণতে হত প্রতিষ্ঠানটির।
প্রতিষ্ঠানটি যে শুধু চীনেই উৎপাদন বাড়াচ্ছে তা নয়, জার্মানির বার্লিনে বড় মাপের ইউরোপিয়ান উৎপাদন শিল্প গড়ে তোলারও পরিকল্পনা করেছে টেসলা।
-
নতুন পিসিতে পুরনো অ্যাপ: পরীক্ষায় মাইক্রোসফট
-
চীনের লকডাউনে পেছালো অ্যাপলের আইফোন উৎপাদন
-
নিজের ফেইসবুক অ্যাকাউন্ট মুছে দেবেন যেভাবে
-
গোলকধাঁধা থেকেও পালাতে পারে ‘পাস্তা রোবট’
-
ক্রিপ্টো ধসে বিপাকে ইউক্রেইন সরকার
-
স্ট্রিমারদের জন্য নতুন গ্রাহক সেবা আনছে টিকটক
-
শক্তি ব্যবহার কমাতে ‘লিকুইড কুলিং’য়ে যাচ্ছে এনভিডিয়া
-
অবশেষে কেমব্রিজ অ্যানালিটিকায় অভিযুক্ত জাকারবার্গ
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত