প্রথম ৫জি ট্যাবলেট আনতে পারে স্যামসাং

দ্রুতগতির ৫জি ইন্টারনেট সংযোগসহ বিশ্বের প্রথম ট্যাবলেট গ্যালাক্সি ট্যাব এস৬ উন্মোচন করতে পারে স্যামসাং।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2019, 02:52 PM
Updated : 26 Dec 2019, 02:52 PM

ইতোমধ্যেই বাজারে বেশ কিছু ৫জি স্মার্টফোন আনা হলেও ট্যাবলেট আনেনি কোনো প্রতিষ্ঠান।

স্যামসাংয়ের কোরিয়ান ওয়েবসাইটে ডিভাইসটি তালিকায় দেখা গেছে। তবে ডিভাইসটি এখনও উন্মোচনই করেনি স্যামসাং-- খবর প্রযুক্তি সাইট ভার্জের।

নতুন ট্যাবলেটটির দাম বা স্পেসিফিকেশন নিয়ে খুব বেশি তথ্য সামনে আসেনি। ডিভাইসটির নামের পাশে শুধু ৫জি দেখা গেছে। ট্যাবলেটটি কবে নাগাদ উন্মোচন করা হতে পারে সেটিও স্পষ্ট নয়।

ওয়াই-ফাই অ্যালায়েন্স এবং ব্লুটুথ এসআইজি অনুমোদন পাওয়ার পর থেকেই ট্যাবলেটটি নিয়ে গুজব শোনা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, নেটওয়ার্ক সংযোগ ছাড়া আগের ট্যাব এস৬-এর সঙ্গে কোনো পার্থক্য থাকবে না ৫জি সংস্করণে।

চলতি বছর সেপ্টেম্বরেই ট্যাব এস৬ উন্মোচন করেছে স্যামসাং। ৫জি সমর্থক স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে এতে। এর সঙ্গে বাড়তি কিছু কোয়ালকম চিপ যোগ করলেই ডিভাইসটি ৫জি’র জন্য প্রস্তুত হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

৫জি ট্যাবলেট নিয়ে কাজ করছে চীনা প্রতিষ্ঠান হুয়াওয়েও। তবে এই ডিভাইসটিরও উন্মোচন তারিখ নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।