প্রথমবারের মতো ‘কনসেপ্ট’ ফোন দেখাবে ওয়ানপ্লাস

মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিতব্য সিইএস ২০২০-এ প্রতিষ্ঠানের প্রথম ‘কনসেপ্ট’ ফোন দেখানোর ঘোষণা দিয়েছে স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠান ওয়ানপ্লাস।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2019, 10:40 AM
Updated : 24 Dec 2019, 10:41 AM

৭ থেকে ১০ জানুয়ারি স্থানীয় সময় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ওয়ানপ্লাস কনসেপ্ট ওয়ান বিশেষ ইভেন্ট।

সম্প্রতি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী পিট লাউ বলেন, সামনের মাসে সিইএস-এ নিজস্ব বিশেষ ইভেন্ট আয়োজন করবে ওয়ানপ্লাস।

শীঘ্রই নতুন স্মার্টফোন ওয়ানপ্লাস ৮ উন্মোচনেরও পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির-- খবর আইএএনএস-এর।

প্রতিষ্ঠানের নতুন ফ্ল্যাগশিপের কিছু ছবিও সম্প্রতি অনলাইনে এসেছে। ডিভাইসটির সামনে দেখা গেছে ‘ডুয়াল পাঞ্চ-হোল’ পর্দা। আর ওয়ানপ্লাস ৭ প্রো’র মতোই কার্ভড পর্দা রাখা হয়েছে এতে।

ডিভাইসটির পেছনে দেখা গেছে কোয়াড ক্যামেরা ব্যবস্থা। উল্লম্বভাবে তিনটি লেন্সের সঙ্গে রাখা হয়েছে একটি এলইডি ফ্ল্যাশ। আর চতুর্থ লেন্সটি রাখা হয়েছে এর পাশে।

ধারণা করা হচ্ছে, কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৮৬৫ ফ্ল্যাগশিপ প্রসেসরের সঙ্গে আট গিগাবাইট র‍্যাম ও ১২৮ গিগাবাইট স্টোরেজ থাকবে ওয়ানপ্লাস ৮ ডিভাইসটিতে।