নিরাপত্তা প্রশ্নে টিকটক নিষিদ্ধ মার্কিন নেভিতে
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Dec 2019 06:29 PM BdST Updated: 23 Dec 2019 06:29 PM BdST
-
ছবি: রয়টার্স
সরকারের ইসু করা ফোনে টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন নৌ বাহিনী। সাইবার নিরাপত্তা ক্ষুন্ন হওয়ার আশঙ্কা থেকেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে সামরিক কর্মকর্তাদের ফেইসবুক পেইজে ‘বুলেটিন’ প্রকাশ করেছে মার্কিন নৌ বাহিনী। ওই বুলেটিনে লেখা হয়েছে, ‘শর্ট-ভিডিও অ্যাপটি মুছে না দিলে ‘নেভি মেরিন কোর ইন্ট্রানেট’ থেকে ব্লক করে দেওয়া হবে’। -- খবর প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটের।
এ প্রসঙ্গে ইউএস ফ্লিট সাইবার কমান্ড/ইউএস ১০তম ফ্লিটের জনসংযোগ পরিচালক ডেভ বেনহাম এক বিবৃতিতে বলেছেন, “এনএমসিআই ব্যবহারকারীদের সরকারি মোবাইলে ডিভাইসে টিকটক ইনস্টল না করতে/ আনইন্সটল করে দিতে বলা হয়েছে।” এদিকে, এক পেন্টাগনের মুখপাত্র জানিয়েছেন, বুলেটিনে কর্মীদেরকে ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
শুক্রবার সংবাদটি জানিয়ে প্রথমে প্রতিবেদন প্রকাশ করেছিল রয়টার্স। সংবাদমাধ্যমটি বলছে, টিকটকের কারণে ঠিক কী ধরনের শঙ্কা সৃষ্টি হয়েছে, তা বিস্তারিতভাবে জানাতে রাজি হয়নি মার্কিন নৌ বাহিনী।
টিকটক ও সোশাল ভিডিও অ্যাপটির মালিক প্রতিষ্ঠান বেইজিংভিত্তিক বাইটড্যান্স নিয়ে এরই মধ্যে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন কর্তাব্যক্তিরা। তাদের দাবি, চীনা প্রতিষ্ঠানগুলো নিজ সরকারের অধীনে জিম্মি। ফলে যুক্তরাষ্ট্রে নজরদারি ও হুমকিমূলক কাজে ব্যবহার করা হতে পারে ওই প্রতিষ্ঠানগুলোর তৈরি পণ্য।
সেপ্টেম্বরে এক সংবাদ সম্মেলনে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট কর্মকর্তা ক্রিস্টোফার অ্যাশলে ফোর্ড বলেছিলেন, “চীনা কমিউনিস্ট পার্টিকে এই প্রতিষ্ঠানগুলোর ‘না’ বলার ক্ষমতা নেই।” তবে, টিকটক বরাবরই এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে।
গত মাসে ক্যাডেটদেরকে টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিন সেনাবাহিনী। টিকটক ব্যবহারকারীদেরকে সেনাবাহিনীতে ভর্তি করা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন দেশটির সিনেটর চাক শুমার। তার পরপরই ক্যাডেটদের ব্যাপারে ওই সিদ্ধান্ত জানায় মার্কিন সেনাবাহিনী।
-
টিমস-এ এন্ড-টু-এন্ড এনক্রিপশন আনছে মাইক্রোসফট
-
অ্যামাজনের স্ক্রিন রেকর্ড অ্যাপ এখন আইওএস-এও
-
ভুলে লাইক ‘লুকিয়ে ফেলেছিল’ ইনস্টাগ্রাম
-
অ্যান্ড্রয়েডেও এলো টুইটারের ক্লাবহাউস প্রতিদ্বন্দ্বী স্পেসেস
-
‘বিরতির’ পর আইওএস অ্যাপ আপডেট করলো গুগল
-
ফোল্ডএবল ফোনের ৩৬০ ডিগ্রি পর্দা দেখালো বিওই
-
‘ব্যাটলফিল্ড’ এর কারণে আরও দেরিতে আসবে ‘নিড ফর স্পিড’
-
শুধু বৈদ্যুতিক গাড়ি বিক্রি করবে ভলভো!
সর্বাধিক পঠিত
- ভারতে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার কিছুক্ষণের মধ্যে মৃত্যু
- ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই একটি প্রতিযোগিতা’
- সাবেক সচিব মঈনউদ্দীন আবদুল্লাহ দুদকের নতুন চেয়ারম্যান
- টিভি সূচি (বুধবার, ০৩ মার্চ ২০২১)
- নিজের ভুল বুঝতে পারছেন ওয়ার্নার
- এইচ টি ইমাম আর নেই
- শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা
- ম্যাক্সওয়েল ঝড়ের পর অ্যাগারের ৬ উইকেট
- শিরোপার পথে সিটির আরেক ধাপ
- বার্সাকে খরচ কমানোর নির্দেশ, বাড়াতে পারবে রিয়াল