নরওয়েতে টেলিনরের ৫জি-তে থাকছে হুয়াওয়ে

মার্কিন চাপের মুখেও নরওয়েতে ৫জি নেটওয়ার্ক স্থাপনে কাজ করবে চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে, রোববার ফের এমন তথ্য জানিয়েছে দেশটির টেলিযোগাযোগ প্রতিষ্ঠান টেলিনর। এই প্রকল্পে হুয়াওয়ের সঙ্গে আরও কাজ করবে এরিকসন।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2019, 11:29 AM
Updated : 16 Dec 2019, 11:29 AM

চার পাঁচ বছরের মধ্যে প্রতিষ্ঠানটি হুয়াওয়ের নেটওয়ার্ক সামগ্রী ব্যবহার থেকে বের হয়ে আসবে বলে আগে ঘোষণা দিয়েছিলেন টেলিনর নরওয়ে'র প্রধান পিটার-বোয়েরে ফারবার্গ।

নিরাপত্তা হুমকি নিয়ে মার্কিন অভিযোগ ওঠার পর থেকে ইউরোপেও কড়া নজরদারি মোকাবেলা করতে হচ্ছে হুয়াওয়েকে।

যদিও বারবারই মার্কিন সরকারের অভিযোগ অস্বীকার করে আসছে হুয়াওয়ে৷

৪জি নিয়ে হুয়াওয়ের সঙ্গে এক দশকেরও বেশি সময় ধরে কাজ করছে টেলিনর। এখন প্রতিষ্ঠানটি অবকাঠামো উন্নয়নে কাজ করছে বলে রয়টার্স-কে জানিয়েছেন টেলিনর-এর ভাইস প্রেসিডেন্ট হান্না নুডসেন।

এক প্রশ্নের জবাবে নুডসেন বলেন, "৫জি আরএএন-এর জন্য এরিকসন নতুন সরবরাহকারী হিসেবে পরিচিতি পেয়েছে। কিন্তু আমরা ৪জি এবং ৫জি উন্নীতকরণে হুয়াওয়ে'র সঙ্গেও কাজ করবো।"

আরএএন মানে হচ্ছে রেডিও অ্যাকসেস নেটওয়ার্ক। এর মাধ্যমে রেডিও এবং অ্যান্টেনাকে স্মার্টফোন নেটওয়ার্কে যোগ করাকে বোঝানো হয়।

নিজেদের মূল নেটওয়ার্ক বানানোর জন্য টেলিনর নোকিয়া ও এরিকসনের সঙ্গেও কাজ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।