গাড়ির রিমোট স্টার্টে ব্যক্তির প্রাণহানী

দূর্ঘটনাবশত গাড়ির রিমোট স্টার্টে প্রাণ গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের এক ব্যক্তির।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2019, 05:21 PM
Updated : 13 Dec 2019, 05:21 PM

৬ ডিসেম্বর দূর্ঘটনার সময় দুইটি পার্ক করা ২০০২ মডেলের লেক্সাস আইএস৩০০এস গাড়ির মাঝে দাঁড়িয়ে ছিলেন ২১ বছর বয়সী মাইকেল কোসানোভিচ। এ সময় একটি গাড়ির মালিক রিমোট দিয়ে সেটি স্টার্ট করলে গাড়িটি অন্য গাড়ির সঙ্গে তাকে পিষে ফেলে বলে জানিয়েছে পুলিশ।

গাড়িটি সামনে এগোতে থাকলে দুই গাড়ির মাঝে পিষতে থাকেন কোসানোভিচ। সেখানে উপস্থিত ব্যক্তিরা গাড়িটি ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করায় এটি মাইকেলকে আবারও ধাক্কা দেয়-- খবর বিবিসি’র।

বুকে এবং পায়ে গুরুতর জখম নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)। ৭ ডিসেম্বর মারা যান কোসানোভিচ।

এনওয়াইপিডি’র পক্ষ থেকে বলা হয়, দূর্ঘটনার সময় কেনার উদ্দ্যেশ্যে একটি গাড়ি যাচাই করছিলেন তিনি।

বিবিসিকে টয়োটা মোটর নর্থ অ্যামেরিকার এক মুখপাত্র বলেন, “মাইকেল কোসানোভিচের পরিবারের সদস্য এবং বন্ধুদেরকে আমাদের পক্ষ থেকে গভীর সমবেদনা।”

“যদিও এই মূহুর্তে অনেক কিছুই অজানা, তদন্তে সহায়তা করতে আমরা আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করেছি।”

টয়োটার পক্ষ থেকে বলা হয়, “২০০২ সালের আইএস মডেলে কারখানায় ইনস্টল করা রিমোট স্টার্ট ফিচার নেই।”

ধারণা করা হচ্ছে, ২০০২ লেক্সাস আইএস৩০০ মডেলের ওই গাড়িতে রিমোট ইগনিশন ব্যবস্থা পরে আলাদাভাবে লাগিয়ে নিতে হয়।

রিমোট ইগনিশন ব্যবস্থার নির্দেশিকায় সতর্কবার্তা রয়েছে যে, “গাড়ির আশপাশের অবস্থা বিবেচনা না করে” করে কখনোই রিমোট স্টার্ট করা উচিত না, এতে গাড়ির আশপাশের ব্যক্তির প্রাণহানীর আশঙ্কা রয়েছে।