অ্যালফাবেট বোর্ডে নোবেলজয়ী রসায়নবিদ

জীববিজ্ঞানী আর্নল্ড ফ্রান্সেসকে নতুন বোর্ড সদস্য ঘোষণা করেছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Dec 2019, 07:13 AM
Updated : 11 Dec 2019, 07:49 AM

ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির রাসায়নিক প্রকৌশল, জৈব প্রকৌশল এবং জৈব-রসায়নের অধ্যাপক আর্নল্ড। অ্যালফাবেটের ১১ সদস্যের বোর্ডের তৃতীয় নারী সদস্য তিনি-- খবর সিএনবিসি’র।

সম্প্রতি ল্যারি পেইজের বদলে অ্যালফাবেট প্রধানের দায়িত্ব পেয়েছেন সুন্দার পিচাই। তার নিয়োগের পরই অ্যালফাবেট বোর্ডে এলো এই পরিবর্তন।

নবায়নযোগ্য শক্তি এবং স্বাস্থ্য খাতে দ্রুত অগ্রসর হচ্ছে অ্যালফাবেট। এই খাতগুলোতে পেশাদার বিশ্বাসযোগ্যতার খোঁজ করছে প্রতিষ্ঠানটি। অন্যদিকে গ্রাহকের ব্যক্তিগত ডেটা সংগ্রহ এবং ব্যবহারে বিশ্বাসযোগ্যতা  তৈরি করতেও কাজ করছে তারা।

নবায়নযোগ্য শক্তি নিয়ে কাজের জন্য ২০১৮ সালে রসায়নে নোবেল প্রাইজ জিতেছেন আর্নল্ড। নবায়নযোগ্য শক্তিতেও তার অবদান সম্মানিত হয়েছে বিভিন্ন পুরস্কারে। মার্কিন ন্যাশনাল অ্যাকাডেমিস অফ সায়েন্স, ন্যাশনাল অ্যাকাডেমিস অফ মেডিসিন এবং ন্যাশনাল অ্যাকাডেমিস অফ ইঞ্জিনিয়ারিং তিনটিরই নির্বাচিত সদস্য তিনি।

এসইসি নথিতে অ্যালফাবেট চেয়ারম্যান জন হেনেসি বলেন, আর্নল্ডকে প্রতিষ্ঠানের সীমিত শেয়ার ইউনিট থেকে ১০ লাখ মার্কিন ডলারের প্রাথমিক ইকুইটি দেওয়া হবে।