সিইএসে ফিরছে অ্যাপল, আলাপ হবে গোপনতা নিয়ে

জানুয়ারির বার্ষিক কনজিউমার ইলেকট্রনিক্স শো’তে (সিইএস) অংশ নেবে অ্যাপল। ওই অনুষ্ঠানে ‘গোপনতা’ বিষয়ে আলোচনা করবেন এক অ্যাপল নির্বাহী।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Dec 2019, 12:48 PM
Updated : 10 Dec 2019, 12:48 PM

প্রযুক্তিজগতের অন্যতম বড় এই আয়োজনে অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো প্রতিবছর অংশ নিলেও অ্যাপল তা করে না। অনেক বছর ধরেই আসরটিতে অনুপস্থিত মার্কিন টেক জায়ান্ট খ্যাত এ প্রতিষ্ঠানটি। তবে, ২০২০ সালের আসরে মিলবে অ্যাপলের দেখা। অনুষ্ঠানটির এক গোলটেবিল বৈঠকে অংশ নেবেন অ্যাপলের গোপনতা বিষয়ক জ্যৈষ্ঠ পরিচালক জেন হর্ভাথ। -- খবর প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটের।

সিইএস বিষয়সূচীতে বলা হয়েছে, ‘চিফ প্রাইভেসি অফিসার রাউন্ডটেবিলে’ অংশ নেবেন অ্যাপল কর্মী হর্ভাথ। খবরটি সম্পর্কে প্রথম জানায় বাণিজ্য ও বিপণন বিষয়ক মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

সিইএস আসরের সুবাদে প্রতিবছরই নতুন নতুন প্রযুক্তির খোঁজ পান প্রযুক্তিপ্রেমীরা। আর তাই বিশ্বব্যাপী বেশ পরিচিত এ অনুষ্ঠানটি। তবে, ২৫ বছরের বেশি সময় ধরে অনুষ্ঠানটিতে সরাসরি অংশ নেয়নি অ্যাপল।

বর্তমানে পুরো প্রযুক্তি শিল্পই খুব প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে যাচ্ছে, ৫জি ও গোপনতা প্রশ্নে অনেক প্রযুক্তি প্রতিষ্ঠানের ফোন বিক্রির পরিমাণও আগের তুলনায় কমে গেছে। ঠিক এমন একটি সময়ে এ আসরে অ্যাপলের ফিরে আসা অবাক করার মতোই।

পুরো বিষয়টি প্রসঙ্গে সিনেট মন্তব্য করেছে, নতুন কোনো পণ্য না নিয়ে এলেও সিইএসে ধীরে ধীরে নিজেদের উপস্থিতি বাড়াচ্ছে অ্যাপল। এর উদাহরণ হিসেবে ২০১৯ সালের সিইএস আসরের কথাও প্রতিবেদনে উল্লেখ করেছে সিনেট। ওই আসরে চোখে পড়েছিল অ্যাপলের এক বিজ্ঞাপন। সম্মেলনটির প্রধান হলের বাইরে থাকা বিশাল ওই বিজ্ঞাপনে লেখা ছিল, “আপনার আইফোনে যা ঘটে, তা আইফোনেই থাকে।”

আসন্ন সিইএস আসরে অংশ নেওয়ার বিষয়টি নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি অ্যাপল।    

এর আগেও সিইএসের একাধিক আসরে অংশ নিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মীরা। এমনকি অনেক সিইএস আসরের আগে বা পরে নিজেদের নতুন পণ্যের ঘোষণাও দিয়েছে অ্যাপল। তবে, ১৯৯২ সাল থেকে আনুষ্ঠানিকভাবে আর সিইএস আসরে হাজির হয়নি প্রতিষ্ঠানটি।

জানুয়ারির ৭ তারিখে যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের লাস ভেগাসে পর্দা উঠবে সিইএসের।