ফের অটোপাইলট দুর্ঘটনায় টেসলা গাড়ি

অটোপাইলট মোডে চলার সময় পুলিশের গাড়ি ও অন্য একটি গাড়িতে ধাক্কা দিয়ে বসেছে টেসলা মডেল ৩ গাড়ি। যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে ঘটেছে দুর্ঘটনাটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Dec 2019, 10:47 AM
Updated : 10 Dec 2019, 10:47 AM

স্থানীয় সময় শনিবার ভোরে কানেকটিকাটের নরওয়াক ইন্টারস্টেট ৯৫ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। তবে, টেসলা মডেল ৩ গাড়ির চালকের বিরুদ্ধে ‘বেপরোয়া গাড়ি চালনা ও বেপরোয়া ঝুঁকি’র অভিযোগ আনা হয়েছে। -- খবর বিবিসি’র।

মহাসড়কে এক গাড়ি অচল হয়ে পড়ায় ট্রো ট্রাককে খবর দিয়েছিল পুলিশ। অচল হওয়া গাড়িটির পেছনে নিজেদের গাড়িটিকে পার্ক করে ওই টো ট্রাকের জন্য অপেক্ষা করছিলেন তারা। কিন্তু বিপত্তি বাঁধায় এক টেসলা মডেল ৩ গাড়ি। ধাক্কা দিয়ে বসে রাস্তার পাশে দাঁড়ানো পুলিশের গাড়িটিতে।

প্রথমে পুলিশের গাড়ির পেছনে ধাক্কা দেয় টেসলা গাড়িটি, পরে পুলিশের গাড়িটি গিয়ে ধাক্কা খায় সামনের অচল গাড়িটিতে। দুর্ঘটনায় তিনটি গাড়িরই ক্ষতি হয়েছে।  

ছবি: কানেকটিকাট পুলিশ

টেসলা গাড়ির চালকের দাবি, গাড়িকে অটোপাইলট মোডে দিয়ে পেছনের সিটে থাকা কুকুরের দেখভাল করছিলেন তিনি। আর পুলিশের কথা হচ্ছে, গাড়িতে অটোপাইলট ফিচার থাক আর নাই থাক, চালকের সবসময় সতর্ক থাকা উচিত।

এ প্রসঙ্গে পুলিশ বাহিনীর এক ফেইসবুক পোস্টে লেখা হয়েছে, “গাড়ির যতো ক্ষমতাই থাকুক না কেন, নিরাপদ চালনা নিশ্চিত করার জন্য আপনি যখন গাড়ি চালাচ্ছেন তখন আপনার সম্পূর্ণ মনোযোগ থাকা প্রয়োজন।”

অটোপাইলট মোডে চলার সময় টেসলা গাড়ির দুর্ঘটনায় পড়ার ঘটনা এবারই প্রথম নয়। এ পর্যন্ত একাধিক দুর্ঘটনায় বিশ্বব্যাপী অন্তত পাঁচজন মারা গেছেন টেসলা বাহনের এ অটোপাইলট ফিচারের কারণে। বর্তমানে ফিচারটির কারণে তদন্তও চলছে প্রতিষ্ঠানটির নামে। ওই দুর্ঘটনার কারণগুলো খতিয়ে দেখছে মার্কিন ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ড (এনটিএসবি)।

সাম্প্রতিক দুর্ঘটনা প্রসঙ্গে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি টেসলা। তবে, বিবিসি উল্লেখ করেছে, অটোপাইলট মোডে চলার সময়ও চালকদেরকে স্টিয়ারিং হুইলে হাত রাখার জন্য পরামর্শ দেয় প্রতিষ্ঠানটি।

টেসলা মডেল ৩ গাড়িটির দাম বর্তমানে যুক্তরাজ্যের বাজারে ৪২ হাজার পাউন্ড এবং মার্কিন বাজারে ৩৬ হাজার পাউন্ড।