লাইসেন্সবিহীন গেইম: বড় অঙ্কের জরিমানায় চীনা প্রতিষ্ঠান

সরকারের অনুমতি ছাড়াই গেইম উন্মোচন করায় বড় অঙ্কের জরিমানা গুণতে হচ্ছে চীনা প্রতিষ্ঠানকে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2019, 04:06 PM
Updated : 7 Dec 2019, 04:06 PM

আগের বছর দেশটিতে চালু করা হয়েছে নতুন গেইমিং নীতিমালা। নীতিমালা চালুর পর এটিই এ ধরনের প্রথম পদক্ষেপ।

গেইমটির জন্য কোন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে তার কোনো নাম উল্লেখ করা হয়নি। গেইমটি থেকে প্রতিষ্ঠানটি যে পরিমাণ আয় করেছে তার সাত গুণ বা ৭৫৮০০ ব্রিটিশ পাউন্ড জরিমানা করা হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

চীনে প্রতিটি গেইম বানিয়ে তা উন্মোচনের আগে লাইসেন্স নিতে হয় চীনা ডেভেলপারদেরকে।

চীনা কর্তৃপক্ষ কেবল জানিয়েছে, যে গেইমটির জন্য জরিমানা করা হয়েছে সেটি একটি মোবাইল গেইম এবং তা বেইজিংয়ে বানানো।

সাম্প্রতিক বছরগুলোতে ভিডিও গেইমের ওপর চীনের নীতিমালা ক্রমশ কঠোর হতে দেখা গেছে।

আগের মাসেই ১৮ বছরের কম বয়সী অনলাইন গেইমারদের জন্য কারফিউ জারি করেছে চীন। এতে রাত দশটা থেকে সকাল আটটা পর্যন্ত গেইম খেলায় নিষেধাজ্ঞা আসে এই গেইমারদের ওপর।

এ ছাড়া সাপ্তাহিক কর্ম দিবসে গেইম খেলার সময় সীমা ৯০ মিনিট বেঁধে দেওয়া হয়। আর সাপ্তাহিক ছুটির দিনে সময় সীমা করা হয়েছে তিন ঘন্টা।