ডিজলাইক থেকে রেহাই চায় ইউটিউব
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Dec 2019 05:12 PM BdST Updated: 07 Dec 2019 05:12 PM BdST
-
ছবি: ইউটিউব
বৃহস্পতিবার নিজেদের এ বছরের রিওয়াইন্ড ভিডিওটি প্রকাশ করেছে ইউটিউব। আর সেই সময় প্রতিষ্ঠানটি মাথায় রেখেছে গত বছরের রিওয়াইন্ড ভিডিওর কপালে কী জুটেছিল। সাকুল্যে এক কোটি ৭০ লাখ ডিজলাইক! ইউটিউব ইতিহাসে সবচেয়ে অপছন্দের ভিডিও সেটি।
গতবারের মতো এবার আর ডিজলাইকে ভেসে যেতে চায়নি ইউটিউব। এবারের ভিডিও’র প্রথমেই ২০১৮ সালের রিওয়াইন্ড ভিডিও’র ব্যর্থতার কথা স্বীকার করে মার্কিন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি। সেই বিবেচনা থেকেই সম্ভবত এবারের ভিডিওতে দেখা মিলেছে পিউডিপাই, মি. বিস্টের মতো ইউটিউব তারকাদের। বাদ পড়েনি মাইনক্র্যাফট, ফোর্টনাইট মতো গেইমও। -- খবর সিনেটের।
রেওয়াজ অনুসারে বছরের শেষে নিজেদের বিশেষ ভিডিও ‘ইউটিউব রিওয়াইন্ড’ নিয়ে হাজির হয় ইউটিউব। এর পেছনে থাকে অনেক পরিকল্পনা। পুরো কমিউনিটিও ভিডিওটির জন্য অধীর অপেক্ষায় থাকে। তবে, গত কয়েক বছর ধরেই রিওয়াইন্ড ভিডিও তৈরি করে কমিউনিটির চাহিদা যেন মেটাতে পারছিল না ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি। ফলস্বরূপ যা হবার তাই হলো, কমিউনিটির রোষের মুখে পড়ে গেল ২০১৮ সালের ইউটিউব রিওয়াইন্ড প্রকাশ হওয়া মাত্রই।
উইল স্মিথ, জনপ্রিয় ইউটিউবার কেইসি নেইস্ট্যাট, কে পপ ইত্যাদির উপস্থিতি থাকা স্বত্ত্বেও বেশ দ্রুত ডিজলাইক কামিয়েছিল ভিডিওটি।
আর তাই সম্ভবত এবার সহজ সমাধান হিসেবে পুরো বছরে ইউটিউব ব্যবহারকারীদের সবচেয়ে বেশি লাইক পাওয়া, ভিউ পাওয়া ভিডিও’র সমন্বয়ে তৈরি করে দিয়েছে এবারের রিওয়াইন্ড।
এ প্রসঙ্গে এক ব্লগ পোস্টে ইউটিউব লিখেছে, “কিছুই হয়নি এমন আচরণ তো আমরা করতে পারব না: গত বছরের ইউটিউব রিওয়াইন্ড আপনাদের ভালো লাগেনি… (হালকা করে বললে)। আর তাই এ বছর আমরা ভিন্ন কিছু করার চেষ্টা করেছি এবং খোঁজ নিয়েছি বিশ্বব্যাপী কোন ভিডিওগুলোকে আপনারা বেশি পছন্দ করছেন, বেশি দেখছেন- বড় বড় গেইম থেকে শুরু করে বিউটি প্যালেট এবং নতুন তারকাদের বেলাতেও।
কিন্তু তাতেও কি রফা হবে? শনিবার দুপুর পর্যন্ত ২০ লাখ লাইকের বিপরীতে ৪৫ লাখ ডিজলাইক পেয়েছে ভিডিওটি। আর সবমিলিয়ে ভিডিওটি দেখা হয়েছে ৩ কোটি ২৮ লাখ বারেরও বেশি।
-
স্ট্রিমারদের জন্য নতুন গ্রাহক সেবা আনছে টিকটক
-
শক্তি ব্যবহার কমাতে ‘লিকুইড কুলিং’য়ে যাচ্ছে এনভিডিয়া
-
অবশেষে কেমব্রিজ অ্যানালিটিকায় অভিযুক্ত জাকারবার্গ
-
কোভিড নিয়ে ‘আড়াই কোটি ভুল তথ্য’ মুছেছে ফেইসবুক
-
স্থাপনার পূর্বাবস্থা দেখাবে মোবাইল অ্যাপের স্ট্রিট ভিউ
-
মানসিক স্বাস্থ্যে মোবাইল ফোনের প্রভাব মাপবে গুগলের অ্যাপ
-
এআর, ভিআর হেডসেট অ্যাপল পরিচালনা পর্ষদে
-
দক্ষিণপূর্ব এশিয়ায় আসছে ডোটা ২-এর ‘দ্য ইন্টারন্যাশনাল’
-
স্ট্রিমারদের জন্য নতুন গ্রাহক সেবা আনছে টিকটক
-
শক্তি ব্যবহার কমাতে ‘লিকুইড কুলিং’য়ে যাচ্ছে এনভিডিয়া
-
অবশেষে কেমব্রিজ অ্যানালিটিকায় অভিযুক্ত জাকারবার্গ
-
কোভিড নিয়ে ‘আড়াই কোটি ভুল তথ্য’ মুছেছে ফেইসবুক
-
স্থাপনার পূর্বাবস্থা দেখাবে মোবাইল অ্যাপের স্ট্রিট ভিউ
-
মানসিক স্বাস্থ্যে মোবাইল ফোনের প্রভাব মাপবে গুগলের অ্যাপ
সর্বাধিক পঠিত
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- নাম পদ্মা সেতুই হবে, উদ্বোধন ২৫ জুন
- করুনারত্নের লড়াই, বাংলাদেশের শিকার ২ উইকেট
- ৫০০ ছুঁয়েও রেকর্ড গড়া হলো না মুশফিক-লিটন জুটির
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’
- অনেক আফসোসে দিনটা ভালো হলো না বাংলাদেশের
- কুমিল্লা সিটি নির্বাচন: ‘বিদ্রোহী’ ইমরানকে বোঝাতে বৈঠকে বসছেন আওয়ামী লীগ নেতারা
- পদ্মা সেতু: শরীয়তপুরবাসীর অপেক্ষা এখনই ফুরাচ্ছে না
- কুমিল্লার ‘বিদ্রোহী’ ইমরান ‘ছাড়ছেন’ ভোটের মাঠ
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস