কুরিয়ার সেবায় আসতে পারে উবার

খাবার সরবরাহ সেবার পরিধি বাড়িয়ে অন্যান্য খুচরা ব্যবসার জন্য কুরিয়ার সেবা আনতে পারে উবার, বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন প্রতিষ্ঠান প্রধান দারা খোসরোশাহি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2019, 04:03 PM
Updated : 5 Dec 2019, 04:03 PM

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইকোনোমিক ক্লাব অফ নিউ ইয়র্কের এক সভায় তার নেতৃত্বে রাইড-শেয়ারিং এবং খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানটির অবস্থা নিয়ে কথা বলেন খোসরোশাহি। ২০১৭ সালে সহ-প্রতিষ্ঠাতা ট্রাভিস কালানিকের বদলে প্রধান নির্বাহীর দায়িত্ব নেন খোসরোশাহি।

উবারের ব্যবসায়ের ভবিষ্যত নিয়ে প্রশ্নে খোসরোশাহি বলেন, “আমরা এই (খাবার সরবরাহ) মডেল সব স্থানীয় খুচরা বিক্রেতার কাছে পৌঁছাতে পারি, ফলে নিউ ইয়র্ক সিটিতে যা চাইবেন সেটিই আপনার কাছে সরবরাহ করা হবে, আশা করছি ৩০ মিনিটের মধ্যে।”

অন্যান্য মেট্রোপলিটন অঞ্চলেও এই কুরিয়ার সেবা চালু করা হবে কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা হয়নি।

চলতি বছর অক্টোবরে কর্নারশপ নামে চিলির একটি অনলাইন মুদি পণ্য সেবাদাতা প্রতিষ্ঠানের বেশিরভাগ শেয়ার কিনেছে উবার। ধারণা করা হচ্ছে, ভবিষ্যতে খাবার সরবরাহ অ্যাপে মুদি এবং অন্যান্য পণ্য সরবরাহ সেবা যোগ করবে প্রতিষ্ঠানটি।