ডিজিটাল বাংলাদেশের সুফল পাবেন প্রতিবন্ধীরাও: পলক

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে ৮০ জন দৃষ্টি প্রতিবন্ধীকে ল্যাপটপ দিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রতিবন্ধী নাগরিকদের আত্মনির্ভরশীল করতে কাজ করছে সরকার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2019, 12:11 PM
Updated : 3 Dec 2019, 12:11 PM

মঙ্গলবার আইসিটি বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে ২৮তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০১৯ উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়।

প্রতিবন্ধী নাগরিকদের জন্য নানা ডিজিটাল সুবিধা চালুর তথ্য উল্লেখ করে পলক বলেন, “ডিজিটাল বাংলাদেশের সুফল প্রতিবন্ধী ব্যক্তিদের কাছে পৌঁছে দিতে তথ্যপ্রযুক্তি বিভাগ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।”

মেধা ও প্রযুক্তির সমন্বয়ে সমাজের প্রতিবন্ধী নাগরিকরা আত্মনির্ভরশীল হবেন বলেও মন্তব্য করেন আইসিটি প্রতিমন্ত্রী।

তিনি বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিদের বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক জাতীয় উন্নয়ন সম্ভব নয়।”

অনুষ্ঠানে বিভিন্ন জেলা হতে আগত নির্বাচিত ৮০ জন দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়।  

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক মোহাম্মদ এনামুল কবির, এনডিসি প্রকল্পের প্রকল্প পরিচালক মোহম্মদ মনোয়ার উজ জামান।