ডেটা সংগ্রহ প্রশ্নে ইউরোপে ফের তদন্তের মুখে গুগল

এবার গুগলের ডেটা সংগ্রহ প্রসঙ্গে তদন্তে নেমেছেন ইউরোপিয়ান কমিশনের অ্যান্টিট্রাস্ট নিয়ন্ত্রকরা। এই তদন্তের মানে হচ্ছে, সম্প্রতি ডেটা প্রসঙ্গেই রেকর্ড জরিমানা দেওয়ার পরও গুগল  ইউরোপিয়ান কমিশনের নজরে আছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Dec 2019, 07:13 AM
Updated : 1 Dec 2019, 07:13 AM

কেন এবং কীভাবে অ্যালফাবেট মালিকানাধীন গুগল তথ্য সংগ্রহ করে, সে বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে - জানান এক ইউরোপিয়ান ইউনিয়ন নির্বাহী। -- খবর রয়টার্সের।

অনেকদিন ধরেই ডেটা সংগ্রহ প্রশ্নে চাপের মুখে রয়েছে গুগল। আধিপত্য বিস্তারী প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কীভাবে সংগৃহীত ডেটা ব্যবহার করে এবং সেগুলো থেকে আর্থিকভাবে লাভবান হয়, তা বুঝার চেষ্টা করছেন আটলান্টিকের উভয় পাশের নিয়ন্ত্রকরা। 

শুধু গত দুই বছরেই ইউরোপিয়ান কমিশনের পক্ষ থেকে গুগলের নামে মোট জরিমানা ধার্য হয়েছে ৮০০ কোটি ইউরোরও বেশি। ব্যবসা নীতির কারণে গুগলকে ওই জরিমানাগুলো করেন ইউরোপিয়ান প্রতিদ্বন্দ্বীতা কমিশনার মার্গ্রেথ ভেস্টেগার।   

পুরো বিষয়টি নিয়ে রয়টার্সের মন্তব্য হচ্ছে, গুগল সবসময়ই ইউরোপিয়ান কমিশনের নজরে ছিলো, ইতোপূর্বে একাধিকবার জরিমানা দেওয়ার পরও নতুন করে তদন্তের সম্মুখীন হওয়ার ঘটনাটি তা-ই প্রমাণ করে।

তদন্ত প্রসঙ্গে ইমেইল বার্তায় ইউরোপিয়ান ইউনিয়নের এক কর্মকর্তা বলেছেন, “প্রাথমিক তদন্ত চলছে। গুগলের ডেটা সংগ্রহ ও ব্যবহার বিষয়ে তদন্তের অংশ হিসেবে প্রশ্নাবলী পাঠানো হয়েছে।” ইউরোপিয়ান ইউনিয়ন মূলত স্থানীয় সার্চ সেবা, অনলাইন বিজ্ঞাপন ও বিজ্ঞাপন সংশ্লিষ্ট সেবা, লগ-ইন সেবা এবং ওয়েব ব্রাউজারের সঙ্গে সংশ্লিষ্ট গুগল ডেটার ব্যাপারে জানতে আগ্রহী।

উল্লেখ্য, ডেটা সংগ্রহ প্রসঙ্গে গুগল বেশ আগে থেকেই বলে আসছে, ব্যবহারকারীকে আরও উন্নত সেবা দিতেই ডেটা সংগ্রহ করা হয় এবং ব্যবহারকারী চাইলেই যেকোনো সময় নিজ ডেটার ব্যবস্থাপনা, মুছে দেওয়া ও হস্তান্তর করার মতো কাজগুলো করতে পারেন।