সিঙ্গাপুরে প্রথম ৫জিচালিত এআই ল্যাব হুয়াওয়ের

সিঙ্গাপুরের প্রথম ৫জি-চালিত এআই ল্যাব উন্মোচন করেছে চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির উন্নয়ন প্রকল্পগুলোর পরীক্ষা চালানো হবে এই ল্যাবে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2019, 02:03 PM
Updated : 25 Nov 2019, 02:03 PM

স্কুল, সরকারি সংস্থা এবং বিভিন্ন প্রতিষ্ঠান ৫জি অ্যাপ্লিকেশনের পরীক্ষা চালাতে পারবে ল্যাবটিতে-- খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর।

এআই খাতে গবেষণা এবং উন্নয়নের জন্য তাত্ত্বিক প্রযুক্তির প্রমাণ, বিনামূল্যে পরীক্ষা এবং অফলাইন এআই ডেভেলপমেন্ট কিট বানানোর কাজ করবে হুয়াওয়ের ল্যাবটি।

হুয়াওয়ের পক্ষ থেকে বলা হয়, ৫জি এআই ল্যাবের মাধ্যমে সম্প্রতি সিঙ্গাপুরে চালু হওয়া জাতীয় এআই স্ট্রাটেজির অংশ হিসেবে একটি স্থানীয় এআই ইকোসিস্টেম বানাতে সহায়তা করতে চায় তারা।

প্রতিষ্ঠানের নতুন এআই ল্যাবটি বানানো হয়েছে দেশটিতে হুয়াওয়ের স্থানীয় কার্যালয় চাংগি বিজনেস পার্কে। ৫জি নেটওয়ার্কে চলবে ল্যাবটি। এর পাশাপাশি প্রশিক্ষণ এবং কর্মশালার ব্যবস্থা রয়েছে এতে।

ল্যাবটির মাধ্যমে সামনের তিন বছরে সিঙ্গাপুরে ১০০ জন এআই আর্কিটেক্ট এবং ১০০০ এআই ডেভেলপারকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।