এর মধ্যেই দেড় লাখ অর্ডার পেয়েছে সাইবারট্রাক
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Nov 2019 01:21 PM BdST Updated: 24 Nov 2019 01:21 PM BdST
-
ছবি: ইউএসএটুডে/রয়টার্স
বৃহস্পতিবার বিদ্যুতচালিত ‘সাইবারট্রাক’ উন্মোচন করেছে টেসলা। ট্রাকটি পেতে এরইমধ্যে প্রায় দেড় লাখ মানুষ অর্ডার করেছেন। অথচ আদৌ বাজার পাবে কি না সে বিষয়টি নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন শেয়ার বাজার বিশ্লেষকরা।
Related Stories
শনিবার টেসলা প্রধান নির্বাহী ইলন মাস্ক এক টুইটে লিখেছেন, “এ পর্যন্ত সাইবারট্রাকের অর্ডার এসেছে ১ লাখ ৪৬ হাজার। এর মধ্যে ৪২ শতাংশের পছন্দ ডুয়াল মোটর, ১৭ শতাংশ চাইছে সিঙ্গল মোটর, আর ‘ট্রাই’ মোটর চাইছেন ৪১ শতাংশ।” মাস্ক আরও জানান, ‘কোনো প্রকার বিজ্ঞাপন বা অর্থ খরচ করতে হয়নি অর্ডারগুলোর জন্য’। -- খবর রয়টার্সের।
সাইবারট্রাক উন্মোচনের সময় অবশ্য সমস্যার সম্মুখীন হয়েছিলেন মাস্ক। উন্মোচন অনুষ্ঠানে মাস্কসহ উপস্থিত সবাইকে স্তম্ভিত করে দিয়ে ‘লোহার বলের’ আঘাতে ভেঙে যায় মজুবত সাইবারট্রাকের ‘বুলেটপ্রুফ’ কাঁচ। মঞ্চে মাস্ক সামলে নিলেও ভাইরাল হয়ে যায় ঘটনাটি। নতুন পণ্যের বদলে সবাইকে অঘটনটি নিয়েই বেশি কথা বলতে দেখা গেছে। রাতারাতি টুইটারের ‘ট্রেন্ডিং’ অংশেও জায়গা করে নেয় ‘সাইবারট্রাক’।
উন্মোচনের পর অনেক ওয়াল স্ট্রিট বিশ্লেষক শঙ্কা প্রকাশ করেন ট্রেসলার ওই সাইবারট্রাকের ‘আধুনিক’ ডিজাইন নিয়ে। অনেক বিশ্লেষক আবার নতুন ট্রাকটির ব্যাপারে টেসলাকে সাধুবাদ জানান। অনেকে প্রশ্ন তুলেছেন আবার পিকআপ ধাঁচের বৈদ্যুতিক ট্রাকটির ‘টেকসই’ ক্ষমতা নিয়ে।
এতো ‘কথা’ হওয়ার পেছনে অবশ্য কারণও রয়েছে। নতুন ‘সাইবারট্রাক’ নিয়ে টেসলা যুক্তরাষ্ট্রের বেশ ‘লাভজনক’ একটি বাজারে পা রাখার চেষ্টা করেছে।
মার্কিন পিকআপ ট্রাক বাজার শুধু যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বেও ‘লাভজনক’ হিসেবে সুপরিচিত। ওই বাজারে ‘আধিপত্য’ বিস্তারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ফোর্ড মোটর, জেনারেল মোটর্স, ফিয়াট অটোমোবাইলের মতো মহারথীরা। এবার সে বাজারে শামিল হলো টেসলা।
২০২১ সাল নাগাদ নিজেদের বৈদ্যুতিক ট্রাকটির উৎপাদন কাজ শুরু করার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।
-
মিথ্যাচারের মামলায় ১৫ কোটি ডলার জরিমানা দেবে টুইটার
-
ব্রেক্সিটের ইমেইল ফাঁস করেছে রুশ হ্যাকাররা: গুগল
-
২০ জনপ্রিয় গেইম আনছে সনির ‘প্লেস্টেশন ভিআর২’
-
মেটাভার্সে মানবাধিকার লঙ্ঘন নিয়ে তদন্ত চায় না মেটা
-
মাস্কের অনিশ্চয়তার মধ্যেই বার্ষিক সভা টুইটারের
-
নতুন পিসিতে পুরনো অ্যাপ: পরীক্ষায় মাইক্রোসফট
-
চীনের লকডাউনে পেছালো অ্যাপলের আইফোন উৎপাদন
-
নিজের ফেইসবুক অ্যাকাউন্ট মুছে দেবেন যেভাবে
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- দেখিয়ে দিতে চান আজার
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- বিএমডব্লিউ, মার্সিডিজসহ ১০৮ গাড়ি নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস