নতুন ফিচার ছাড়াই এলো আইওএস আপডেট

বাগ সমস্যা যেন ‘আইওএস ১৩’-কে ছাড়তেই চাইছে না। সমস্যা সমাধানে একের পর এক আপডেট নিয়ে আসছে অ্যাপল। সম্প্রতি এরকমই নতুন আরেক আপডেট, ‘আইওএস ১৩.২.৩’ ছেড়েছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2019, 11:52 AM
Updated : 20 Nov 2019, 11:53 AM

নতুন আপডেটটিতে আইফোন ব্যবহারকারীদের জন্য কোনো ফিচার আসেনি। শুধু আগের সংস্করণে থাকা নানাবিধ বাগ সমস্যা সমাধানের লক্ষ্যেই আনা হয়েছে আপডেটটি। -- খবর ব্রিটিশ দৈনিক ইনডিপেনডেন্টের।

বাগ সমস্যার কারণে ঠিকমতো কাজ করা বন্ধ করে দিয়েছিল আইফোনের মেইল, ফাইল এবং নোটস অ্যাপের ‘সার্চ’ ফিচার। অনেক ক্ষেত্রে নতুন মেসেজও দেখাতে পারছিল না মেইল অ্যাপটি। এ ছাড়াও বাগের কারণে ‘ব্যাকগ্রাউন্ডে কনটেন্ট ডাউনলোড’ বন্ধ করে দিয়েছিল আইফোনে থাকা অ্যাপ।

আশা করা হচ্ছে, এ সমস্যাগুলোর ইতি টানতে পারবে নতুন আইওএস আপডেটটি।

বাগ সমস্যা সমাধানে সম্প্রতি ‘উল্লেখযোগ্য’ সংখ্যক আপডেট ছেড়েছে অ্যাপল। শুধু বাগ দূর করতে এতো আইওএস আপডেট আনার ঘটনা এবারই প্রথম। তবে এতো আপডেট আনার ব্যাপারে এবং ‘সমস্যা’ বোঝাই আইওএস কেন আনা হলো, সে বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি প্রতিষ্ঠানটি।

সেপ্টেম্বরে প্রথম আসে আইওএস ১৩।