‘টিকটক’ ডাউনলোডে ভারতে এগিয়ে

অ্যাপ স্টোর ও গুগল প্লে স্টোর থেকে বিশ্বব্যাপী মোট ১৫০ কোটি বার ডাউনলোড হয়েছে সোশাল ভিডিও অ্যাপ ‘টিকটক’। এর মধ্যে ৪৬ কোটি ৬৮ লাখ ডাউনলোডই হয়েছে ভারতে। এর মানে অ্যাপটির মোট ইনস্টলের প্রায় ৩১ শতাংশের সঙ্গে জড়িত ভারতীয়রা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2019, 04:43 PM
Updated : 16 Nov 2019, 04:43 PM

গোটা বিশ্বে এ বছর টিকটক অ্যাপ ডাউনলোড হয়েছে ৬১ কোটি ৪০ লাখ বার। এর মধ্যে ২২ কোটি ৭৬ লাখ বার ডাউনলোড করে প্রথম স্থানে রয়েছে ভারত। আর যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে চীন এবং যুক্তরাষ্ট্র। -- বলা হয়েছে ইকোনোমিক টাইমসের প্রতিবেদনে।

তবে, ডাউনলোড সংখ্যার দিক থেকে ভারতের তুলনায় যথেষ্টই পিছিয়ে রয়েছে চীন ও যুক্তরাষ্ট্র। এ বছর চীনে মোট ডাউনলোড হয়েছে চার কোটি ৫৫ লাখ বার, আর যুক্তরাষ্ট্রে অ্যাপটি ডাউনলোড হয়েছে তিন কোটি ৭৬ লাখ বার।

সবমিলিয়ে এ বছরে সবচেয়ে বেশিবার ডাউনলোড হওয়া বৈশ্বিক অ্যাপ তালিকার তৃতীয় স্থানে রয়েছে টিকটক। ওই তালিকার প্রথম স্থানে রয়েছে ফেইসবুক মালিকানাধীন মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপ। অ্যাপটি মোট ৭০ কোটি ৭৪ লাখ বার ডাউনলোড হয়েছে। আর তালিকাটির দ্বিতীয় স্থানে রয়েছে ফেইসবুক মেসেঞ্জার, ৬৩ কোটি ৬২ লাখ বার ডাউনলোড হয়েছে অ্যাপটি।