পেটেন্ট নিয়ে টিসিএল-এর বিরুদ্ধে মামলায় এলজি

মোবাইল ফোনে ব্যবহৃত প্রযুক্তির পেটেন্ট অমান্য করায় জার্মানিতে টিসিএল-এর বিরুদ্ধে মামলা করেছে ইলেকট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান এলজি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2019, 02:53 PM
Updated : 11 Nov 2019, 02:53 PM

এলজির পক্ষ থেকে বলা হয়, জার্মানির দুইটি জেলা আদালতে অভিযোগ দাখিল করা হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, তাদের কিছু ফিচার ফোন এবং স্মার্টফোনের পেটেন্ট ভেঙ্গেছে চীনা প্রতিষ্ঠান টিসিএল। এই প্রযুক্তির মধ্যে এলজি’র এলটিই প্রযুক্তিও রয়েছে— খবর আইএএনএস-এর।

অপরদিকে, লাইসেন্সিং নিয়ে দর কষাকষিতে টিসিএল রাজি না হওয়ায় এই মামলা করা হয়েছে বলে দাবি করেছে এলজি।

বাজার বিশ্লেষণা প্রতিষ্ঠান স্ট্রাটেজি অ্যানালিটিকস-এর তথ্যানুসারে চলতি বছর বিশ্বজুড়ে দেড় কোটি সেল ফোন বিক্রি করেছে এলজি।

২০১৭ সালের মার্চ মাসে সেল ফোন নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান ব্লু প্রোডাক্টস-এর বিরুদ্ধেও মামলা করেছে এলজি। এ ছাড়াও জুন মাসে ফরাসী স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান উইকো’র বিরুদ্ধে মামলা করেছে প্রতিষ্ঠানটি। ব্লু প্রোডাক্টস এবং উইকোর বিরুদ্ধে এলজি’র অভিযোগও ওই এলটিই প্রযুক্তি নিয়েই।

আগের সপ্তাহেই, টিভি প্রযুক্তি রক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্রে চীনা প্রতিষ্ঠান হাইসেন্স-এর বিরুদ্ধে পেটেন্ট মামলা করেছে এলজি।