ফিটবিটে নজর ছিলো ফেইসবুকেরও

পরিধেয় প্রযুক্তিপণ্য নির্মাতা ফিটবিটকে ইতোমধ্যেই কিনে নেওয়ার কথা পাকা করেছে অ্যালফাবেট মালিকানাধীন গুগল। প্রতিষ্ঠানটির ওপর ফেইসবুকেরও নজর ছিলো বলে খবর মিলেছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Nov 2019, 03:18 PM
Updated : 4 Nov 2019, 03:18 PM

শুক্রবার ২১০ কোটি মার্কিন ডলারে ফিটবিট কেনার ঘোষণা দিয়েছে গুগল। প্রতিষ্ঠানটি ১০০ কোটি মার্কিন ডলারে কিনতে আগ্রহী ছিলো সামাজিক মাধ্যম জায়ান্ট ফেইসবুক-- খবর আইএএনএস-এর।

সাম্প্রতিক বছরগুলোতে ওয়্যারওএস এবং গুগল ফিটের মাধ্যমে পরিধেয় ডিভাইস প্রযুক্তিতে গুগল বেশ উন্নতি করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে পরিধেয় ডিভাইস খাতে পথপ্রদর্শক বলা হয় ফিটবিটকে। আকর্ষণীয় পরিধেয় পণ্য, অভিজ্ঞতা এবং প্রাণবন্ত গ্রাহক কমিউনিটি তৈরি করেছে এই প্রতিষ্ঠানটিই।

অন্যদিকে গ্রাহকের জ্ঞান, সাফল্য, স্বাস্থ্য এবং আরাম বাড়ানোর পণ্য বানাতে উৎসাহ দিয়ে থাকে গুগল।

অকুলাস ভার্চুয়াল হেডসেট, পোর্টাল স্মার্ট স্পিকার এবং পরিকল্পিত এআর গ্লাস নিয়ে নিজেদের হার্ডওয়্যার পোর্টফোলিও অনেকটা বাড়িয়েছে ফেইসবুকও।

২০১৪ সালে ‘মুভস’ নামে একটি ফিটনেস অ্যাপও কিনেছে সামাজিক মাধ্যম জায়ান্ট প্রতিষ্ঠানটি। ফিটবিটকে কিনতে ফেইসবুকের আগ্রহের বিষয়টি তাই অনেকের কাছেই আশ্চর্যের বিষয় নয়।

আরও খবর: