ফের টুইটার ছাড়ছেন মাস্ক

আবারও টুইটার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন টেসলা প্রধান নির্বাহী ইলন মাস্ক। সোশাল মিডিয়া সাইটটিতে ‘ইতিবাচক কোনো কিছু খুঁজে না পেয়েই’ এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Nov 2019, 02:00 PM
Updated : 2 Nov 2019, 02:00 PM

শুক্রবার এক টুইট বার্তায় মাস্ক জানান যে তিনি অফলাইনে যাচ্ছেন। আর তার আগের এক টুইটে লিখেছেন, ‘টুইটারের ‘ইতিবাচকতা’ সম্পর্কে নিশ্চিত হতে পারছি না।’ তবে গ্রিনউইচ সময় ওইদিন বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত তার টুইটার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করা হয়নি। --- খবর রয়টার্সের।

আরেক টুইট বার্তায় মাস্ক লিখেছেন, ‘রেডিট এখনও ঠিক আছে।’

এবারই প্রথম নয়, চলতি বছরের জুন মাসে নিজের অ্যাকাউন্টটাই মুছে দিয়েছিলেন টেসলা প্রধান। ওই সময় নিজের টুইটার অ্যাকাউন্টের ‘ডিসপ্লে’ নামটিও পরিবর্তন করে দেন তিনি। বাবা দিবসে নিজের ডিসপ্লে নাম তখন ‘ড্যাডি ডটকম’ রেখেছিলেন মাস্ক।

রয়টার্স উল্লেখ করেছে, নিজের টুইটার অ্যাকাউন্টটি নিয়ে নানাপদের রসিকতা করে বেড়ান ইলন মাস্ক। টেসলা সম্পর্কিত ভুল কর্পোরেট তথ্য টুইট করে ভালো বিপদেও পড়েছিলেন তিনি। সেবার তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।