এবার সাইবার হামলা ক্রীড়া সংস্থায়
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Oct 2019 01:40 PM BdST Updated: 30 Oct 2019 01:46 PM BdST
-
ছবি: রয়টার্স
বিশ্বের ক্রীড়া সংগঠন ও অ্যান্টি-ডোপিং কর্তৃপক্ষকে লক্ষ্য করে সাইবার আক্রমণ চালাচ্ছে স্ট্রনটিয়াম নামের হ্যাকার দল। সাইবার অপরাধীদের ওই দলটির সঙ্গে রাশিয়ান সরকারের যোগসূত্র খুঁজে পেয়েছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।
মাইক্রোসফটের ব্লগ পোস্টের বরাতে জানা গেছে, এ পর্যন্ত বিশ্বের অন্তত ১৬টি ক্রীড়া সংগঠন ও অ্যান্টি-ডোপিং সংস্থা ওই হ্যাকার দলের সাইবার আক্রমণের শিকার হয়েছে। চলতি বছরের ১৬ সেপ্টেম্বর থেকে ওই সাইবার আক্রমণ শুরু করে স্ট্রনটিয়াম। --- খবর রয়টার্সের।
সাইবার আক্রমণ প্রসঙ্গে মাইক্রোসফট বলছে, বিশ্বের ক্রীড়া সংগঠন ও অ্যান্টি-ডোপিং কর্তৃপক্ষকে লক্ষ্য করে চালানো অধিকাংশ সাইবার আক্রমণেই এখন পর্যন্ত সাফল্য পায়নি স্ট্রনটিয়াম। যাদের উদ্দেশ্যে সাইবার আক্রমণ চালানো হয়েছিল, তাদেরকেও সতর্ক করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এমন আক্রমণের ঘটনা এবারই প্রথম নয়। মাইক্রাসফট উল্লেখ করেছে, এর আগেও স্ট্রনটিয়ামের সাইবার আক্রমণের শিকার হয়েছে ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। ২০১৬ এবং ২০১৮ সালেও সাইবার হামলা চালিয়ে ক্রীড়া সংগঠন ও অ্যান্টি-ডোপিং সংস্থা থেকে কর্মকর্তাদের মেডিক্যাল রিপোর্ট ও ইমেইল হাতিয়ে নেয় হ্যাকার দলটি। পরে সেগুলো প্রকাশ করে তারা। প্রকাশিত নথির আলোকে যুক্তরাষ্ট্রের ফেডালের আদালতে ২০১৮ সালে অভিযোগ দায়ের করাও হয়েছিল।
এদিকে রয়টার্স বলছে, হ্যাকার দল স্ট্রনটিয়াম আদতে বিশ্বের পুরোনো সাইবার গুপ্তচরবৃত্তি দলগুলোর একটি। ভিন্ন ভিন্ন সুরক্ষা সংস্থা ও সরকারি বিভাগের কাছে ‘এপিটি২৮’, ‘সোফ্যান্সি’, ‘পন স্টর্ম’ ইত্যাদি ভিন্ন নামে পরিচিত হ্যাকার দলটি। সুরক্ষা সংস্থা ক্রাউডস্ট্রাইকের তথ্য অনুসারে, হ্যাকার দলটির সঙ্গে রাশিয়ান সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ-এর সঙ্গে সশ্লিষ্টতা থাকতে পারে।
স্ট্রনটিয়াম-এর সাম্প্রতিক আক্রমণে ‘বিশেষ মিল’ খুঁজে পেয়েছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি বলছে, অতীতে সরকার, সেনাবাহিনী, আইনি সংস্থা, মানবাধিকার সংগঠন, আর্থিক প্রতিষ্ঠানকে লক্ষ্য করে স্ট্রনটিয়াম যেভাবে সাইবার আক্রমণ চালিয়েছে, এবারও সে একই প্রক্রিয়া অবলম্বন করেছে তারা।
-
জানুয়ারিতে এআর, ভিআর হেডসেট আনবে অ্যাপল?
-
মানুষের মতো মাইনক্র্যাফট খেলতে শিখেছে এআই
-
ভিডিও ক্যাপশন: ইউটিউবকে অনুসরণ করল টুইটার
-
সফটওয়্যার আপডেট পাচ্ছে উইন্ডোজ ৯৮ নির্ভর মঙ্গলযান
-
মূল্যপতনের সঙ্গে বিদ্যুৎ ক্ষুধাও কমেছে বিটকয়েনের
-
কৃষ্ণাঙ্গ কনটেন্ট নির্মাতাদের অর্থ সহায়তা দেবে স্ন্যাপচ্যাট
-
মার্কিন ক্রিপ্টো কোম্পানি হারমোনিতে ‘ক্রিপ্টো ডাকাতি’
-
গর্ভপাত: মার্কিন নারীদের গলার কাঁটা হচ্ছে ব্যক্তিগত ডেটা
সর্বাধিক পঠিত
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ‘মাদারীপুর এত কাছে!’
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ