নতুন প্রযুক্তিতে স্মার্টফোনের বাটন কমাবে সেনটনস
মো. ফয়সাল ইসলাম, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Oct 2019 05:55 PM BdST Updated: 19 Oct 2019 05:55 PM BdST
-
ছবি: রয়টার্স
বৃহস্পতিবার নিজেদের নতুন প্রযুক্তির প্রচারণা শুরু করেছে ক্যালিফোর্নিয়াভিত্তিক টাচ সেন্সর প্রতিষ্ঠান সেনটনস। নতুন এ প্রযুক্তিটি স্মার্টফোন বাটনের বিকল্প হিসেবে কাজ করবে।
সেনটনসের তৈরি প্রযুক্তিটি মূলত নতুন আঙ্গিকের সেন্সর সিস্টেম। এ প্রক্রিয়ায় আলট্রাসনিক তরঙ্গকে কাজে লাগিয়ে ব্যবহারকারীর স্পর্শ, চাপ এবং সোয়াইপ শনাক্ত করতে পারবে স্মার্টফোন --- খবর রয়টার্সের।
নিজেদের গেইমিং স্মার্টফোনে এরই মধ্যে এই সেন্সর সিস্টেম ব্যবহার করেছে তাইওয়ানের প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস এবং তাদের অংশীদারি প্রতিষ্ঠান টেনসেন্ট হোল্ডিংস। এ বছরের গ্রীষ্মেই চীনে বাজারজাত করা হয়েছে ফোনটি।
নতুন এ প্রযুক্তিতে ফোনটিকে আড়াআড়িভাবে ধরলেই সেন্সরটি কাজ শুরু করে দেয় বলে জানিয়েছে রয়টার্স। আরও সুনির্দিষ্ট করে বললে, ব্যবহারকারীর তর্জনি ফোনের প্রান্ত স্পর্শ করলেই চালু হয়ে যায় সেন্সরটি। ফলে শুধু বৃদ্ধাঙ্গুল ও তর্জনী ব্যবহার করেই গেইম খেলা সম্ভব হয়।
আসুসের পাশাপাশি আরও নতুন দু’টি স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার কথাও জানিয়েছে সেনটনস। নতুন এ প্রযুক্তিটির গবেষণার কাজে নেতৃত্ব দিয়েছেন সেনটনস প্রধান জেস লি, পেশায় তিনি প্রকৌশলী। লি, নিজের প্রথম প্রতিষ্ঠানটি বিক্রি করে দিয়েছিলেন মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের কাছে।
নিজেদের নতুন প্রযুক্তি প্রসঙ্গে লি বলেন “টাচ স্ক্রিন অসাধারণ একটি প্রযুক্তি। কিন্তু কীভাবে এটিকে আরও উন্নত করা সম্ভব তা ফোন নির্মাতারা ঠিক বুঝে উঠতে পারছে না। যেভাবে প্রতিনিয়ত ফোনের বাহ্যিক গঠনে পরিবর্তন আসছে, তাতে পরিষ্কার বুঝা যায়, ভবিষ্যতে আসলে ফোনে কোনো বাটন থাকবে না।”
রয়টার্স জানিয়েছে, সেনটনস-এর নতুন এই সেন্সর প্রক্রিয়া প্রযুক্তির মূলে রয়েছে শব্দ তরঙ্গ পাঠাতে পারে এমন বিশেষ চিপ। ওই চিপের সঙ্গে আবার জুড়ে দেওয়া হয়েছে প্রসেসর এবং অ্যালগরিদম। প্রসেসর ও অ্যালগরিদমের সাহায্যে বিভিন্ন রকমের আকৃতি ও স্পর্শ শনাক্ত করার কাজটি সম্পন্ন হয়ে থাকে।
রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সেনটনস নতুন একটি প্রতিষ্ঠান। সবমিলিয়ে মাত্র ৫০ জন কর্মী রয়েছে প্রতিষ্ঠানটির।
-
ছাড় পাচ্ছেন না মাস্ক, সমঝোতা কার্যকরে চাপ দেবে টুইটার
-
ইউটিউব বা নেট বিচ্ছিন্ন হওয়ার পরিকল্পনা নেই রাশিয়ার
-
অনলাইন গুপ্তচর শনাক্তে নতুন ব্রিটিশ অ্যাপ
-
ভিআর মেসেঞ্জার অ্যাপে ‘এনক্রিপশন’ পরীক্ষা করছে মেটা
-
প্রতিদিন ৩৭৬ বার শেয়ার হয় একজন ইউরোপীয়র তথ্য
-
উত্তর কোরিয়ার আইটি কর্মী নিয়োগে সতর্কতা যুক্তরাষ্ট্রের
-
টুইটারের দাম কমানোর ইঙ্গিত মাস্কের কণ্ঠে
-
অ্যাপে ফিটনেস ডেটা সমন্বয়ে গুগল-স্যামসাং জোট
-
ছাড় পাচ্ছেন না মাস্ক, সমঝোতা কার্যকরে চাপ দেবে টুইটার
-
ইউটিউব বা নেট বিচ্ছিন্ন হওয়ার পরিকল্পনা নেই রাশিয়ার
-
অনলাইন গুপ্তচর শনাক্তে নতুন ব্রিটিশ অ্যাপ
-
ভিআর মেসেঞ্জার অ্যাপে ‘এনক্রিপশন’ পরীক্ষা করছে মেটা
-
প্রতিদিন ৩৭৬ বার শেয়ার হয় একজন ইউরোপীয়র তথ্য
-
উত্তর কোরিয়ার আইটি কর্মী নিয়োগে সতর্কতা যুক্তরাষ্ট্রের
সর্বাধিক পঠিত
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- শেষ বেলার ২ উইকেটে এগিয়ে বাংলাদেশ
- লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
- ‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
- ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
- পদ্মাসেতু পার হতে কোন বাহনে কত টোল
- শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
- আসামে বন্যা: স্রোতের তোড়ে উল্টে গেল দাঁড়িয়ে থাকা ট্রেন
- তাজরীন মালিক দেলোয়ার মৎস্যজীবী লীগের ঢাকার কমিটিতে শীর্ষ পদে
- বাংলাদেশ কী করে, আগ্রহ নিয়ে অপেক্ষায় লঙ্কান কোচ