চোখ বন্ধেও কাজ করবে পিক্সেল ৪-এর ফেইস আনলক
আজরাফ আল মূতী,
Published: 18 Oct 2019 08:22 PM BdST Updated: 18 Oct 2019 08:22 PM BdST
-
ছবি: গুগল
চোখ বন্ধ থাকলেও ফেইস আনলক প্রক্রিয়ায় খোলা সম্ভব হবে গুগলের নতুন স্মার্টফোন পিক্সেল ৪। ফিচারটির সত্যতা সম্পর্কে নিশ্চিত করেছে গুগল নিজেই।
এদিকে আবার পিক্সেল ৪-এর এই ফেইস আনলক প্রক্রিয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এক নিরাপত্তা বিশেষজ্ঞ। তার ভাষ্যে, ‘এতে করে না চাইলেও আনলক করা যাবে ডিভাইসটি।’
বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, বিবিসি কার্যালয়েই ডিভাইসটিকে ডিফল্ট সেটিংসে রেখে বেশ কয়েকবার ফেইস আনলকের বিষয়টি পরীক্ষা করা হয়েছে। ঘুমের ভান করে থাকলেও প্রতিবারই খোলা সম্ভব হয়েছে পিক্সেল ৪। একই মডেলের ভিন্ন ভিন্ন ডিভাইস এবং নতুন ব্যবহারকারীর সাহায্য নিয়েও একই ফলাফল পেয়েছে তারা।
পিক্সেল ৪-এর ফেইস আনলক প্রক্রিয়া প্রসঙ্গে গুগল জানিয়েছে, ‘নিরাপত্তা নিশ্চিত করতে পিক্সেল ৪-এর ফেইস আনলক প্রক্রিয়ায় শক্তিশালী বায়োমেট্রিক ব্যবহার করা হয়েছে।’ পরীক্ষাতেও সেটিই প্রমাণিত হয়েছে। কিন্তু এ নিয়ে প্রশ্ন তুলেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ গ্রাহাম ক্লুলেই। তিনি বলেছেন, “আপনি ঘুমিয়ে থাকলেও যদি ফোন আনলক করা সম্ভব হয়, তাহলে তা বেশ বড় নিরাপত্তা ইস্যু। অনুমতি ছাড়াই কোনো সঙ্গী বা শিশু আপনার ঘুমন্ত চেহারা সামনে ডিভাইসটি ধরে তা আনলক করে ফেলতে পারবেন।” তার মতে, “ব্যক্তিগত ডেটার নিরাপত্তার জন্য ডিভাইসটির উপর ভরসা রাখা যায় না।”
এ বিষয়ে গুগল বলছে, ‘কোনো ছবি বা মুখোশ দিয়ে বোকা বানানো সম্ভব হবে না পিক্সেল ৪-এর ফেইস আনলককে। এর পরেও উদ্বিগ্ন ক্রেতা চাইলে ‘লকডাউন’ মোড চালু করে নিতে পারবেন, এতে করে ফেইসিয়াল রিকগনিশন বন্ধ হয়ে আরও উন্নত নিরাপত্তা ব্যবস্থা চালু হবে।’ পিক্সেল ৪-এর সাপোর্ট ওয়েবসাইটেও ক্রেতাদের অবগতির জন্য ফেইস আনলকের বিষয়টি লিখে রেখেছে গুগল। এ ছাড়াও এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, “আমরা সময়ের সঙ্গে সঙ্গেই ফেইস আনলককে আরও উন্নত করে তুলবো।”
উল্লেখ্য, অ্যাপল নির্মিত আইফোনেও রয়েছে ফেইস আনলক সুবিধা। তবে, ফেইস আনলক প্রক্রিয়ায় আইফোন খুলতে হলে অবশ্যই চোখ খোলা রাখতে হয় ব্যবহারকারীকে। চোখ বন্ধ থাকলে বা ফোনের দিকে না তাকালে কাজ করে না ফেইস আনলক।
নিরাপত্তা প্রশ্নে অবশ্য আইফোনের ফেইস আনলক প্রক্রিয়ায় প্রশংসা করেছিল গুগল-ও। পিক্সেল ৪ উন্মোচনের আগে পিক্সেলের পণ্য ব্যবস্থাপক শেরি লিন বলেছিলেন, “বাজারের শুধু দুটি ফেইস আনলক প্রক্রিয়া লেনদেন বা এ ধরনের গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে পারে, এর একটি আমাদের, অন্যটি অ্যাপলের।”
এদিকে, মাঝখানে পিক্সেল ৪-এর ফাঁস হওয়া একটি ছবিতে দেখা গিয়েছিল ফেশিয়াল রিকগনিশন মেনুতে ‘রিকয়্যার আইস টু বি ওপেন’ অপশন দেখা গিয়েছিল। গুগলের তরফ থেকে জানানো হয়েছে এরকম কোনো অপশন থাকবে না পিক্সেল ৪-এ। নিজেদের পরীক্ষার সময়ও এই অপশনটি খুঁজে পায়নি বিবিসি।
অক্টোবরের ২৪ তারিখ বাজারে আসছে পিক্সেল ৪।
-
নভেম্বরে বন্ধ হচ্ছে গুগল হ্যাংআউটস
-
‘এম২’ থাকবে অ্যাপলের মিক্সড রিয়ালিটি হেডসেটে?
-
২০৩০ সাল পর্যন্ত বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস
-
জমিয়ে রাখা বিটকয়েন বেচে দিচ্ছেন মাইনাররা
-
মাস্কের হুমকিতে হিতে বিপরীত, ঠাঁই নাই টেসলায়
-
কর্মীদের কল্যাণের যে মন্ত্র অ্যাপলের পাঁচশ কোটি ডলারের অফিসে
-
বাংলাদেশে চরমপন্থা ঠেকাতে স্থানীয় বিশেষজ্ঞ নিয়োগ ফেইসবুকের
-
‘ফেইসবুক ওয়াচ’ আর কাজ করবে না অ্যাপল টিভিতে?
সর্বাধিক পঠিত
- হজে গিয়ে গ্রেপ্তার: ‘বোমায় হাত হারিয়ে ডাকাতি ছেড়ে আন্তর্জাতিক ভিক্ষুক’
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- যুক্তরাষ্ট্রে মেক্সিকো সীমান্তে ট্রাকের ভেতরে ৪৬ লাশ
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের টোল ১ জুলাই থেকে
- বাইক বন্ধের পর টোল আদায় কমেছে পদ্মা সেতুতে
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জগন্নাথ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
- পদ্মা সেতুর নাট খোলা বাইজীদের বাড়িতে হামলা
- ফেইসবুকে বাঙালি শিক্ষার্থী, বেতন পৌনে ২ কোটি রুপি