বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো থেকে তথ্য পাচ্ছে তদন্তকারীরা

অ্যান্টিট্রাস্ট আইন ভাঙ্গা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে ফেইসবুক, অ্যালফাবেট, গুগল, অ্যামাজন এবং অ্যাপলের মতো প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে তথ্য পাওয়া শুরু হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন মার্কিন হাউস ও রিপ্রেজেনটেটিভস জুডিশিয়ারি কমিটির নেতারা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2019, 08:40 AM
Updated : 16 Oct 2019, 08:40 AM

অনলাইন বাজার দখলে প্রতিষ্ঠানগুলো অন্যায় প্রভাব খাটাচ্ছে কিনা বা প্রতিযোগিতা আইন ভাঙ্গছে কিনা তা খুঁজে বের করতে ফেডারেল, স্টেট এবং কংগ্রেস পর্যায় থেকে বেশ কিছু মামলা চলছে। এমনই এক মামলার তদন্তে তথ্য দেওয়া শুরু করেছে প্রতিষ্ঠানগুলো-- খবর বার্তাসংস্থা রয়টার্সের।

এক যৌথ বিবৃতিতে কমিটির নেতারা বলেন, “তদন্তের অংশ হিসেবে আমরা অ্যালফাবেট, অ্যামাজন, অ্যাপল এবং ফেইসবুকের কাছ থেকে প্রাথমিক নথি পেয়েছি। যদিও আমরা যে তথ্য চেয়েছি তার সবকিছু এখনও পাইনি, আমরা আশা করছি চারটি প্রতিষ্ঠানই অল্প সময়ের মধ্যে তথ্যগুলো দেবে।”

“কমিটির তদন্তে তারা সহায়তা চালিয়ে যাবে বলে আশা করছি।”

বিবৃতিটি দেওয়া হয়েছে জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান জেরল্ড ন্যাডলার, কমিটির শীর্ষ রিপাবলিকান ডগ কলিন্স, অ্যান্টিট্রাস্ট উপকমিটির চেয়ারম্যান ডেভিড সিসিলিন এবং অ্যান্টিট্রাস্ট উপকমিটির শীর্ষ রিপাবলিকান জিম সেনসেনব্রেনারের পক্ষ থেকে।

বিবৃতিতে আরও বলা হয়, “তদন্ত চলাকালীন আমরা আরও শুনানি, আলোচনা এবং গোলটেবিল বৈঠক চালিয়ে যাবো।”