বৈদ্যুতিক বাইক উৎপাদন থামালো হার্লি-ডেভিডসন

সর্বশেষ গুণগত মান পরীক্ষায় ‌'সামান্য ত্রুটি' ধরা পড়ায় বৈদ্যুতিক বাইক লাইভওয়্যারের উৎপাদন ও সরবরাহ বন্ধ করছে হার্লি-ডেভিডসন।

মো. ফয়সাল ইসলামবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2019, 04:42 PM
Updated : 16 Oct 2019, 06:12 AM

নির্মাতা প্রতিষ্ঠানটি জানায় তাদের প্রথম বৈদ্যুতিক বাইকটির চার্জিং যন্ত্রাংশের মান প্রত্যাশা পূরণ করতে না পারায়  আপাতত উৎপাদন এবং সরবরাহ বন্ধ রাখা হচ্ছে-- খবর রয়টার্সের।

প্রতিষ্ঠানটি আরও জানায়, আগের মাস থেকেই বাইকটি ডিলারদের কাছে সরবরাহ শুরু করা হলেও আরও কিছু পরীক্ষা এবং বিশ্লেষণ বাকী আছে বলে ডিলারদেরকে জানানো হয়েছে।

বৈদ্যুতিক বাইকটি নিয়ে এখনও পরীক্ষা চালাচ্ছে হার্লি-ডেভিডসন। তবে, এর উৎপাদন আবার কবে নাগাদ শুরু হতে পারে তা নির্দিষ্ট করে বলা হয়নি।

সংবাদটি প্রকাশ হওয়ার পর হার্লি-ডেভিডসনের শেয়ার মূল্য এক শতাংশ কমে ৩৪.৭৩ মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

লাইভওয়্যারের মূল্য ধরা হয়েছে ২৯ হাজার ৭৯৯ মার্কিন ডলার। যুক্তরাষ্ট্রে বাইকটির প্রিঅর্ডার শুরু হয়েছে এ বছর জানুয়ারি থেকে। বেশীরভাগ অর্ডারই এসেছে ব্র্যান্ডটির পুরানো গ্রাহকের কাছ থেকে।