লিব্রা নিয়ে আত্মবিশ্বাসী ফেইসবুক
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Oct 2019 01:15 PM BdST Updated: 15 Oct 2019 01:15 PM BdST
-
ছবি- রয়টার্স
বিশ্বজুড়ে সমালোচনার মুখে আগের সপ্তাহে ফেইসবুকের লিব্রা অ্যাসোসিয়েশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ সদস্য সরে যাওয়ার পরও প্রকল্পটি নিয়ে আত্মবিশ্বাসী ফেইসবুক।
সোমবার প্রথমবারের মতো জেনেভায় বৈঠকে বসেছে অ্যাসোসিয়েশনের সদস্যরা। অ্যাসোসিয়েশনের ২৮টি প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠানের মধ্যে এখন রয়েছে ২১টি।
বিবিসিকে অ্যাসোসিয়েশনের এক মুখপাত্র বলেন, সামনের বছরই এই ক্রিপ্টোকারেন্সি উন্মোচনের জন্য এখনও ঠিক পথেই রয়েছে তারা। তবে এটি তখনই উন্মুক্ত করা হবে যখন নীতিনির্ধারকদের কাছ থেকে অনুমোদন পাওয়া যাবে।
লিব্রা ক্রিপ্টোকারেন্সি বৈশ্বিক আর্থিক আদেশের ক্ষেত্রে বাধা হতে পারে বলে সতর্ক করা হয়েছে জি৭-এর সদস্য দেশগুলোর পক্ষ থেকে।
৮ অক্টোবর লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে এক চিঠিতে মার্কিন সিনেটর ব্রায়ান শাৎজ এবং শেরড ব্রাউন বলেন, “শুধু লিব্রা সম্পর্কিত লেনদেন কার্যক্রম নয় সব লেনদেন কার্যক্রমই নীতিনির্ধারকদের প্রশ্নের মুখে পড়তে পারে।”
এদিকে সিনেটরের সমালোচনা করে লিব্রা অ্যাসোসিয়েশনের মুখপাত্র দান্তে দিসপার্তে বলেন, তার এই চিঠি “প্রাইভেট বাজারের উদ্ভাবনের জন্য বাধা।”
“কিছু ক্ষেত্রে এটি নীতিনির্ধারণ প্রক্রিয়া এবং মুক্তবাজার অর্থনৈতিক প্রক্রিয়ায় বিশৃঙ্খলা তৈরি করছে।”
বৈঠকের আগে লিব্রা অ্যাসোসিয়েশন ছেড়েছে ভিসা, মাস্টারকার্ড, স্ট্রাইপ, ইবে, পেইপাল এবং মারকাডো প্যাগোর মতো প্রতিষ্ঠান। সোমবার সকালে জানা গেছে এই অ্যাসোসিয়েশন ছেড়েছে বুকিং ডটকমের মূল প্রতিষ্ঠান বুকিং হোল্ডিংসও।
জেনেভা সভায় এই প্রকল্পে নিজেদের অঙ্গীকার নিশ্চিত করেছে অ্যাসোসিয়েশনের বাকি সদস্যরা।
লিব্রা অ্যাসোসিয়েশনের বোর্ড গঠন করতে ২১টি সদস্য প্রতিষ্ঠানের মধ্য থেকে পাঁচটি প্রতিষ্ঠানের প্রতিনিধি বাছাই করা হয়েছে। এই দলে ফেইসবুকে ডেভিড মার্কাসও রয়েছেন।
পেইপালের সাবেক জেষ্ঠ্য পরিচালক বারট্র্যান্ড পেরেজকে প্রধান নির্বাহী কর্মকর্তা এবং অভ্যন্তরীন ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
স্থায়ী প্রধান নির্বাহী নিয়োগ দিতে বোর্ড শীঘ্রই একটি অনুসন্ধান কমিটি গঠন করবে বলে জানিয়েছেন দিসপার্তে। অনেক প্রতিষ্ঠানই অ্যাসোসিয়েশনে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে বলেও জানিয়েছেন তিনি।
“দেড় হাজারের বেশি সংস্থা এই উদ্যোগে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে। যদিও শেষ কয়েক মাসের পরিস্থিতি জটিল ছিলো,” বলেন তিনি।
সমালোচনার মুখে লিব্রার বিষয়ে আলোচনা করতে ২৩ অক্টোবর কংগ্রেস প্যানেলের মুখোমুখি হতে বলা হয়েছে জাকারবার্গকে।
-
স্ট্রিমারদের জন্য নতুন গ্রাহক সেবা আনছে টিকটক
-
শক্তি ব্যবহার কমাতে ‘লিকুইড কুলিং’য়ে যাচ্ছে এনভিডিয়া
-
অবশেষে কেমব্রিজ অ্যানালিটিকায় অভিযুক্ত জাকারবার্গ
-
কোভিড নিয়ে ‘আড়াই কোটি ভুল তথ্য’ মুছেছে ফেইসবুক
-
স্থাপনার পূর্বাবস্থা দেখাবে মোবাইল অ্যাপের স্ট্রিট ভিউ
-
মানসিক স্বাস্থ্যে মোবাইল ফোনের প্রভাব মাপবে গুগলের অ্যাপ
-
এআর, ভিআর হেডসেট অ্যাপল পরিচালনা পর্ষদে
-
দক্ষিণপূর্ব এশিয়ায় আসছে ডোটা ২-এর ‘দ্য ইন্টারন্যাশনাল’
-
স্ট্রিমারদের জন্য নতুন গ্রাহক সেবা আনছে টিকটক
-
শক্তি ব্যবহার কমাতে ‘লিকুইড কুলিং’য়ে যাচ্ছে এনভিডিয়া
-
অবশেষে কেমব্রিজ অ্যানালিটিকায় অভিযুক্ত জাকারবার্গ
-
কোভিড নিয়ে ‘আড়াই কোটি ভুল তথ্য’ মুছেছে ফেইসবুক
-
স্থাপনার পূর্বাবস্থা দেখাবে মোবাইল অ্যাপের স্ট্রিট ভিউ
-
মানসিক স্বাস্থ্যে মোবাইল ফোনের প্রভাব মাপবে গুগলের অ্যাপ
সর্বাধিক পঠিত
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- নাম পদ্মা সেতুই হবে, উদ্বোধন ২৫ জুন
- ৫০০ ছুঁয়েও রেকর্ড গড়া হলো না মুশফিক-লিটন জুটির
- করুনারত্নের লড়াই, বাংলাদেশের শিকার ২ উইকেট
- অনেক আফসোসে দিনটা ভালো হলো না বাংলাদেশের
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’
- কুমিল্লা সিটি নির্বাচন: ‘বিদ্রোহী’ ইমরানকে বোঝাতে বৈঠকে বসছেন আওয়ামী লীগ নেতারা
- পদ্মা সেতু: শরীয়তপুরবাসীর অপেক্ষা এখনই ফুরাচ্ছে না
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- কুমিল্লার ‘বিদ্রোহী’ ইমরান ‘ছাড়ছেন’ ভোটের মাঠ