গ্যালাক্সি এস১০ লাইট ‘আনছে’ স্যামসাং

গ্যালাক্সি এস১০ সিরিজে নতুন মডেল আনছে স্যামসাং। গ্যালাক্সি এস১০ লাইট নামের ফোনটি তুলনামূলক দামে সস্তা হবে বলে জানা গিয়েছে।

মো. ফয়সাল ইসলামবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2019, 11:48 AM
Updated : 13 Oct 2019, 11:48 AM

গুজব রয়েছে গ্যালাক্সি এস১০ লাইটে থাকবে ৪৫ ওয়াটের দ্রুত চার্জিং ব্যবস্থা এবং স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট-- খবর আইএএনএস-এর। একই চিপসেট ব্যবহার করা হয়েছে গ্যালাক্সি এ৯১ মডেলেও। পাশাপাশি এস১০ লাইট মডেলটিতে ৮জিবি র‌্যাম এবং স্টোরেজ ১২৮ জিবি পর্যন্ত বাড়ানোর সুযোগ থাকবে বলে উল্লেখ করা হয়েছে জিএসএম অ্যারিনার এক প্রতিবেদনে।

ফোনটির মূল ক্যামেরার রেজুলিউশন হবে ৪৮ মেগাপিক্সেল। পাশাপাশি, ১২ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স এবং ৫ মেগাপিক্সেল ডেপথ সেন্সর থাকছে বলেও উল্লেখ করেছে জিএসএম অ্যারিনা।

যদি গ্যালাক্সি এস১০ই এবং এস১০ লাইটের বিভিন্ন হিসেবে মিল থাকে তাহলে লাইট মডেলটি এস১০ই’র মতো বা আরও ভালো হবে।

গুজব সত্যি হলে এর সামনের ক্যামেরার রেজুলিউশন ৩২ মেগাপিক্সেল হবে।

এতে থাকবে সাড়ে চার হাজার মিলিঅ্যাম্পআওয়ার ব্যটারি যা ৪৫ ওয়াট দ্রুত চার্জিং ব্যবস্থার মাধ্যমে চার্জ করা যাবে। ডিসপ্লেতে থাকছে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজুলিউশনের ডিসপ্লে।