বাধা থাকলেও দ্রুত বাড়ছে সৌর বিদ্যুত খাত
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Sep 2019 03:47 PM BdST Updated: 23 Sep 2019 03:47 PM BdST
-
ছবি- টেসলা
বাড়ির ছাদে ব্যবহারযোগ্য সৌরকোষের টাইলস বানানোর অঙ্গীকার ২০১৬ সালে করেছিলেন টেসলা প্রধান ইলন মাস্ক। এখন দেখা যাচ্ছে সৌরকোষের ওই ‘বিপ্লব’ না করলেও চলে।
পুরানো সাধারণ সৌর প্যানেল দিয়েই পরিধি বাড়ছে সৌর বিদ্যুতের আর এই বৃদ্ধির হার ধারণার চেয়ে যথেষ্টই বেশি। ২০১০ সালে পরিবেশবাদী সংগঠন গ্রিন পিস ধারণা প্রকাশ করে, ২০২০ সাল নাগাদ গোটা বিশ্বে তিন লাখ ৩৫ হাজার মেগাওয়াট বিদ্যুত যোগ হবে সৌর উৎস থেকে, যেটা ২০১০ সালের তুলনায় সাত গুণেরও বেশি। ২০১৮ সালের শেষে দেখা যায় ইতোমধ্যেই বিশ্বব্যাপী চার লাখ ৮৬ হাজার মেগাওয়াট বিদ্যুত এসেছে সোলার প্যানেল থেকে-- খবর সিএনবিসি’র।
বাড়ির ছাদে এবং মরুভূমিত অঞ্চলে সৌর প্যানেলের ব্যবহার অনেকটাই বেড়েছে। ২০১৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে যে পরিমাণ নতুন শক্তি যোগ হয়েছে জাতীয় গ্রিডে তার ৩০ শতাংশই এসেছে সৌর শক্তি থেকে।
২০১৮ সালে দেখা গেছে মার্কিন যুক্তরাষ্ট্রে মোট ব্যবহৃত শক্তির ২.৩ শতাংশ এসেছে সৌরবিদ্যুত থেকে। শুনতে হয়তো অল্পই মনে হয়, তবে অতীতের হিসাব উল্টে দেখলে এই উন্নতি বলা যায় চোখ ধাধানো। ১০ বছর আগে, ২০০৮ সালেও ওই হার ছিল মাত্র ০.১ শতাংশ।
সৌর বিদ্যুতের এই বিস্তারে বড় প্রভাব রেখেছ ফটোভোল্টেক্স-এর দাম কমে আসা। সোলার প্যানেলের মূল উপাদান এই ফটোভোল্টেক্স।
তবে, পরিধি বাড়লেও সৌর শক্তির ক্ষেত্রে কিছু বাধা রয়েই গেছে। এর উন্নয়নের গতি এখনও স্থির নয়। সূর্যের আলোও সব সময় পাওয়া যায় না। আর সৌর শক্তি থেকে পাওয়া বিদ্যুত মজুদ করতে যে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয় সেগুলোর দামও অনেক বেশি।
সাম্প্রতিক সময়ে এই খাতের উন্নতি যেভাবে হচ্ছে তা থেকে ধারণা করা হচ্ছে কার্বনমুক্ত ভবিষ্যত গড়তে বেশ সহায়ক হবে সৌর প্যানেল। আর প্রত্যাশার আগেই পৌঁছানো যেতে পারে নির্দিষ্ট লক্ষ্যে।
তবে, সৌর বিদ্যুত খাতে প্রত্যাশিত সাফল্য আনতে হলে বাধাগুলো আগে পেরোতে হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
-
মিথ্যাচারের মামলায় ১৫ কোটি ডলার জরিমানা দেবে টুইটার
-
ব্রেক্সিটের ইমেইল ফাঁস করেছে রুশ হ্যাকাররা: গুগল
-
২০ জনপ্রিয় গেইম আনছে সনির ‘প্লেস্টেশন ভিআর২’
-
মেটাভার্সে মানবাধিকার লঙ্ঘন নিয়ে তদন্ত চায় না মেটা
-
মাস্কের অনিশ্চয়তার মধ্যেই বার্ষিক সভা টুইটারের
-
নতুন পিসিতে পুরনো অ্যাপ: পরীক্ষায় মাইক্রোসফট
-
চীনের লকডাউনে পেছালো অ্যাপলের আইফোন উৎপাদন
-
নিজের ফেইসবুক অ্যাকাউন্ট মুছে দেবেন যেভাবে
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- দেখিয়ে দিতে চান আজার