এবার ওপেন-সোর্স অ্যান্ড্রয়েডে হুয়াওয়ের ফ্ল্যাগশিপ ফোন

গুগল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ওপেন-সোর্স সংস্করণে চলবে হুয়াওয়ের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন মেইট ৩০। 

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2019, 02:48 PM
Updated : 19 Sept 2019, 02:49 PM

বৃহস্পতিবার জার্মানিতে ডিভাইসটির উন্মোচন অনুষ্ঠানের আগে এই তথ্য জানিয়েছে এক সূত্র-- খবর বার্তাসংস্থা রয়টার্সের।

চলতি বছরের মে মাসে জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞা আনে মার্কিন যুক্তরাষ্ট্র। এ কারণে এবারে গুগলের কাছ থেকে অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণের লাইসেন্স পায়নি হুয়াওয়ে।

ওপেন-সোর্স সংস্করণের অ্যান্ড্রয়েডের কারণে ফ্ল্যাগশিপ এই ৫জি ডিভাইসটিতে প্লে স্টোরে প্রবেশ এবং জিমেইল, ইউটিউব বা ম্যাপস-এর মতো অ্যাপগুলো ডাউনলোড করতে গুগল মোবাইল সার্ভিসেস ব্যবহার করা যাবে না।

গুগলের কিছু কিছু অ্যাপ ব্যবহার করতে হুয়াওয়ের পক্ষ থেকে নিজস্ব ইন্টারফেইস দেওয়া হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গোপন ওই সূত্রের পক্ষ থেকে আরও বলা হয়, শীঘ্রই ইউরোপে মেইট ৩০ এর বিক্রি শুরু হবে। মার্কিন বাণিজ্যিক নিষেধাজ্ঞার পর চীনা প্রতিষ্ঠানটি স্মার্টফোন বাজারের যতটুকু দখল হারিয়েছে ইউরোপে তা পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে জানানো হয়।