পেটেন্টে মাইক্রোসফটের ফোল্ডএবল ডিভাইস

অন্যান্য প্রতিষ্ঠানের মতোই এবার ফোল্ডএবল ডিভাইসে আগ্রহ দেখা গেছে মাইক্রোসফটের। প্রতিষ্ঠানের নতুন এক পেটেন্টে ডিভাইসটির কব্জায় তরল পদার্থের ব্যবহার দেখা গেছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2019, 01:02 PM
Updated : 14 Sept 2019, 01:02 PM

নতুন এই পেটেন্ট প্রকাশ করেছে মাইক্রোসফটের প্রযুক্তি লাইসেন্সিং দল। কব্জায় তরলের ব্যবহারে নমনীয় পর্দায় চাপ কমাবে বলে প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস।

কব্জার যন্ত্রাংশগুলোর মধ্যে তরল উপাদান ভরা হবে। এতে নমনীয় পর্দাটি বিভিন্ন দিকে ভাঁজ করা যাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পেটেন্টে নতুন নকশার কিছু চিত্র দেখানো হয়েছে। আর নমনীয় ওলেড পর্দার সঙ্গে তরল পদার্থে ভরা কব্জাটি কীভাবে কাজ করবে তার বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।

বর্তমানে ইনটেল এবং কয়েকটি অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারের (ওইএম) সঙ্গে উইন্ডোজের একটি নতুন সংস্করণ বানানোর কাজ করছে মাইক্রোসফট। এই প্রকল্পের সাংকেতিক নাম বলা হচ্ছে উইন্ডোজ লাইট।

নতুন এই উইন্ডোজ সংস্করণটি দুই পর্দার ডিভাইস এবং ফোল্ডএবল হার্ডওয়্যারে ব্যবহারের লক্ষ্যেই বানানো হচ্ছে বলেও জানানো হয়েছে।

ইতোমধ্যেই ২ অক্টোবর নিউ ইয়র্কে নতুন সারফেইস ইভেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট।

গুজব রয়েছে এই অনুষ্ঠানে সেনচরাস সাংকেতিক নামের দুই পর্দার সারফেইস ডিভাইস উন্মোচন করবে প্রতিষ্ঠানটি। এর পাশাপাশি সারফেইস ল্যাপটপ ৩, সারফেইস প্রো ৭ এবং সারফেইস বুক ৩ উন্মোচন করতে পারে মাইক্রোসফট।