আবারও ট্রিলিয়ন ডলারে অ্যাপল

নতুন আইফোন ১১ উন্মোচনের পর বুধবার আবারও ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে অ্যাপলের বাজার মূল্য।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2019, 10:10 AM
Updated : 12 Sept 2019, 10:10 AM

বুধবার অ্যাপলের শেয়ার মূল্য বেড়েছে দুই শতাংশের বেশি। দিন শেষে প্রতিষ্ঠানের শেয়ার মূল্য দাঁড়িয়েছে ২২৩.৫৯ মার্কিন ডলারে-- খবর সিএনবিসি’র।

এবারই প্রথম ট্রিলিয়ন ডলারে পৌঁছায়নি অ্যাপলের বাজারের মূল্য। ২০১৮ সালের অগাস্ট মাসে প্রথম এই মাইলস্টোনে পৌঁছায় আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। তবে ডিসেম্বর এবং জানুয়ারিতে চীনে আইফোনের বিক্রি আশানুরূপ না হওয়ায় শেয়ার মূল্য কমে যায় প্রতিষ্ঠানটির।

পরবর্তীতে কয়েক মিলিয়ন শেয়ার বাইব্যাক করে অ্যাপল যা প্রতিষ্ঠানটির বাজার মূ্ল্য আবারও এক ট্রিলিয়ন ডলারে নিতে সহায়তা করে।

এক ট্রিলিয়ন ডলারের একমাত্র প্রযুক্তি প্রতিষ্ঠান নয় অ্যাপল। মাইক্রোসফটের বাজার মূল্য অ্যাপলের চেয়ে বেশি, ১.০৪ ট্রিলিয়ন ডলার। অনলাইন মার্কেটপ্লেস

মঙ্গলবার বার্ষিক আইফোন উন্মোচন ইভেন্ট আয়োজন করে অ্যাপল। এই অনুষ্ঠানে নতুন আইফোন, অ্যাপল ওয়াচ এবং আইপ্যাড উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।