নির্বাচনের দিন রাজনৈতিক বিজ্ঞাপন ছড়িয়েছে গুগল, ফেইসবুক: রাশিয়া

রোববার রাশিয়ান আঞ্চলিক নির্বাচন চলাকালীন গুগল ও ফেইসবুক রাজনৈতিক বিজ্ঞাপনের অনুমোদন দিয়েছে বলে দাবি করেছে রাশিয়ার যোগাযোগ নজরদারি প্রতিষ্ঠান রশকমনাদজর।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Sept 2019, 08:00 AM
Updated : 9 Sept 2019, 08:00 AM

এ ধরনের প্রচারণায় নিষেধাজ্ঞা থাকলেও প্রতিষ্ঠান দু’টি এমনটা করেছে বলে জানানো হয়েছে।

রশকমনাদজর সাইটে বলা হয়, “এধরনের পদক্ষেপ রাশিয়ান সার্বভৌমত্বের জন্য বাধা এবং রাশিয়ান ফেডারেশনে গণতান্ত্রিক নির্বাচনী নীতিমালার জন্য হানিকর।”

এ বিষয়ে জানতে রয়টার্সের পক্ষ থেকে গুগল, ফেইসবুকের সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি প্রতিষ্ঠান দু’টি।

রোববার মস্কোসহ বিভিন্ন অঞ্চলে নির্বাচন আয়োজন করে রাশিয়া। আগের কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার রাজধানীতে বিরোধী দলের প্রতিবাদের পরও অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচন।

রশকমনাদজরের পক্ষ থেকে বলা হয়, রাশিয়ান আইন অনুযায়ী রোববারের নির্বাচন এবং এর পরের কয়েক দিন ফেইসবুক এবং গুগলকে রাজনৈতিক বিজ্ঞাপন প্রচার না করার অনুরোধ করা হয়েছিল।