ম্যালওয়্যার ছড়াচ্ছে ক্যামস্ক্যানার অ্যাপ

অ্যান্ড্রয়েডে ডকুমেন্ট স্ক্যানিংয়ের জন্য জনপ্রিয় অ্যাপ ক্যামস্ক্যানারে ম্যালওয়্যার পেয়েছেন নিরাপত্তা গবেষকরা। কোনো ডকুমেন্টের উচ্চমানের ছবি তুলে থাকে অ্যাপটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2019, 03:12 PM
Updated : 29 August 2019, 03:12 PM

ইতোমধ্যেই অ্যাপটি ১০ কোটি বারের বেশি ডাউনলোড করেছেন অ্যান্ড্রয়েড গ্রাহকরা।

ক্যাসপারস্কির সাইবার নিরাপত্তা গবেষকরা বলেছেন, তারা অ্যাপটির নতুন সংস্করণে ম্যালওয়্যার পেয়েছেন। অ্যাপটির যে অংশে বিজ্ঞাপন দেওয়া হয় সে অংশেই ম্যালওয়্যার কোড পাওয়া গেছে-- খবর বিবিসি’র।

এই ম্যালওয়্যার অননুমোদিত বিজ্ঞাপন দেখানো বা গ্রাহকের লগইন তথ্য চুরির কাজ করে বলে জানানো হয়েছে।

অবশ্য ক্যাসপারস্কির গবেষকরা এটাও বলেছেন যে, ক্যামস্ক্যানার একটি ‘বৈধ’ অ্যাপ। এতে যে ম্যালওয়্যার কোড পাওয়া গেছে সেটি তৃতীয় পক্ষ থেকে এসেছে, এবং তারাই অ্যাপটিতে বিজ্ঞাপন দিয়ে থাকে।

অন্যদিকে ক্যামস্ক্যানারের পক্ষ থেকে বলা হয়েছে তারা ইতোমধ্যেই অ্যাপটির নতুন সংস্করণ উন্মুক্ত করেছে। এতে ম্যালওয়্যার কোডগুলো বাদ দেওয়া হয়েছে।

গ্রাহকের স্মার্টফোনে স্বয়ংক্রিয় অ্যাপ আপডেট চালু করা থাকলে ক্যামস্ক্যানারের ম্যালওয়্যারযুক্ত সংস্করণটি তার ডিভাইসে থেকে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।

এক্ষেত্রে অ্যাপটি মুছে ফেলে নতুন সংস্করণের জন্য অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা গবেষকরা। গ্রাহক তার ডিভাইসের ম্যালওয়্যার সফটওয়্যার বের করতে অ্যান্টি-ভাইরাস সফটওয়্যারও ব্যবহার করতে পারেন বলে জানানো হয়েছে।