আবারও বিলম্বিত হুয়াওয়ে’র মেইট এক্স

আবারও বিলম্বিত হচ্ছে হুয়াওয়ে’র প্রথম ফোল্ডএবল স্মার্টফোন মেইট এক্স। সেপ্টেম্বরে ডিভাইসটি বাজারে আনার কথা থাকলেও আবারও তারিখ পিছিয়েছে চীনা প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2019, 06:45 PM
Updated : 15 August 2019, 06:45 PM

চীনে এক প্রেস বিজ্ঞপ্তিতে হুয়াওয়ের পক্ষ থেকে বলা হয়, ডিভাইসটি সেপ্টেম্বরে বাজারে আনার “কোনো সম্ভাবনা নেই”।

চলতি বছরের জুন মাসেই বাজারে আসার কথা ছিলো ডিভাইসটির। এবারে বলা হচ্ছে নভেম্বরের আগে এটি বাজারে আনা হয়তো সম্ভব হবে না। তবে চলতি বছরের কোনো এক সময় ফোল্ডএবল ডিভাইসটি বাজারে আসবে বলে নিশ্চিত করা হয়েছে-- খবর প্রযুক্তি সাইট ভার্জের।

এবারে বিলম্বের কারণ স্পষ্ট করে জানায়নি হুয়াওয়ে। স্যামসাংয়ের মতো লজ্জাজনক অভিজ্ঞতা এড়াতে বাড়তি প্রযুক্তিগত পরীক্ষা চালানো হচ্ছে কিনা সেটিও নিশ্চিত নয়।

বেশ কয়েকবার বিলম্বের পর সেপ্টেম্বরে গ্যালাক্সি ফোল্ড বাজারে আনার কথা নিশ্চিত করেছে স্যামসাং। তাই ফোল্ডএবল ফোনের দৌড়ে কিছুটা এগিয়েই যাচ্ছে ইলেকট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি।

এর আগে ফোল্ডএবল স্মার্টফোনটি বাজারে আনার তারিখ পেছানোর সময় হুয়াওয়ের পক্ষ থেকে বলা হয়, গ্রাহকের জন্য ডিভাইসটি পুরোপুরি প্রস্তুত করতে এটি নিয়ে বিস্তর পরীক্ষা চালানো হচ্ছে।

স্যামসাং গ্যালাক্সি ফোল্ডের ব্যর্থতার পর নিজেদের ফোল্ডএবল ডিভাইস নিয়ে বাড়তি সতর্কতা রাখছে প্রতিষ্ঠানটি।

হুয়াওয়ের এক মুখপাত্র বলেন, “আমাদের সম্মান নষ্ট হবে এমন কোনো পণ্য আমরা বাজারে আনতে চাই না।”