সংঘর্ষের পর টেসলা গাড়িতে আগুন
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Aug 2019 04:50 PM BdST Updated: 12 Aug 2019 04:50 PM BdST
-
ছবি- টুইটার
রাশিয়ার মস্কোতে রাস্তায় পার্ক করা টানা গাড়ির সঙ্গে সংঘর্ষের পর আগুন লাগতে দেখা গেছে টেসলার মডেল ৩ গাড়িতে। চালক পার্ক করা ট্রাকটি দেখতে পাননি বলে জানানো হয়েছে।
দুর্ঘটনার সময় গাড়িটি অটোপাইলট মোডে ছিলো কিনা এমন প্রশ্নের জবাবে চালক অ্যালেক্সেই ট্রেটইয়াকভ বলেন এটি চালক সহায়তাকারী মোডে ছিলো। তবে চালকের হাত স্টিয়ারিং হুইলেই ছিলো-- খবর বার্তাসংস্থা রয়টার্সের।
নীতি নির্ধারকদের সমালোচনার মুখে মডেল ৩-এর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আত্মবিশ্বাসের কথা জানিয়েছে টেসলা। তবে এক নথিতে দেখা গেছে প্রতিষ্ঠানের যানবাহনের দুর্ঘটনার বিষয়ে জানতে চেয়ে আগের বছর অন্তত পাঁচবার তথ্য চেয়েছে নীতি নির্ধারকরা।
দুর্ঘটনার সময় সর্বোচ্চ গতি সীমা ঘন্টায় ১০০ কিলোমিটার বেগে চলছিলো টেসলা গাড়িটি। এসময় রাস্তায় বাম পাশে পার্ক করা একটি টানা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় গাড়িটির। টেসলা চালক ওই ট্রাকটি দেখতে পারেননি বলে দাবি করা হয়েছে।
এক ভিডিও ফুটেজে দেখা গেছে সংঘর্ষের পর গাড়িতে আগুন লাগে এবং ঘন কালো ধোঁয়া বের হয়। অল্প সময়ের মধ্যে ছোট দুইটি বিস্ফোরনও দেখা গেছে। আগুন লাগার পর গাড়ির শুধু ধাতব ফ্রেইমটি অবশিষ্ট ছিলো বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
আর্থিক বাজার বিশেষজ্ঞ এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠান আরিকাপিটালের প্রধান ট্রেটইয়াকভ চালাচ্ছিলেন মডেল ৩ গাড়িটি। এতে তার পা ভেঙ্গেছে এবং তার দুই সন্তানের শুধু কিছুটা ক্ষত হয়েছে। তারা সবাই গাড়ি থেকে পালাতে পেরেছিলেন বলা জানানো হয়েছে।
এবিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি বৈদ্যুতিক গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটি।
-
মিথ্যাচারের মামলায় ১৫ কোটি ডলার জরিমানা দেবে টুইটার
-
ব্রেক্সিটের ইমেইল ফাঁস করেছে রুশ হ্যাকাররা: গুগল
-
২০ জনপ্রিয় গেইম আনছে সনির ‘প্লেস্টেশন ভিআর২’
-
মেটাভার্সে মানবাধিকার লঙ্ঘন নিয়ে তদন্ত চায় না মেটা
-
মাস্কের অনিশ্চয়তার মধ্যেই বার্ষিক সভা টুইটারের
-
নতুন পিসিতে পুরনো অ্যাপ: পরীক্ষায় মাইক্রোসফট
-
চীনের লকডাউনে পেছালো অ্যাপলের আইফোন উৎপাদন
-
নিজের ফেইসবুক অ্যাকাউন্ট মুছে দেবেন যেভাবে
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- দেখিয়ে দিতে চান আজার
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বিএমডব্লিউ, মার্সিডিজসহ ১০৮ গাড়ি নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস