সপ্তাহে ২৮০ কোটি ডলারের শেয়ার বেচলেন বেজোস
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Aug 2019 07:38 PM BdST Updated: 06 Aug 2019 07:42 PM BdST
-
ছবি- রয়টার্স
দ্রুতগতিতে অ্যামাজন শেয়ার বেচে চলেছেন প্রতিষ্ঠান প্রধান জেফ বেজোস। এক সপ্তাহে প্রায় ২৮০ কোটি মার্কিন ডলার মূল্যের শেয়ার বেচেছেন বিশ্বের সবচেয়ে ধনী এই ব্যক্তি।
সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নতুন নথিতে দেখা গেছে বৃহস্পতি ও শুক্রবার দুই দিনে ৯৯ কোটি ডলারের শেয়ার বিক্রি করেন বেজোস। এর আগে সপ্তাহের শুরুর দিকে আরও ১৮০ কোটি ডলার মূল্যের শেয়ার বেচেছেন তিনি। এতে দেখা যাচ্ছে, আগের এক সপ্তাহে প্রায় ২৮০ কোটি ডলারের অ্যামাজন শেয়ার বিক্রি করেছেন প্রতিষ্ঠান প্রধান-- খবর সিএনবিসি’র।
নথিতে বলা হয়েছে আগেই আয়োজন করা ১০বি৫-১ বাণিজ্যিক পরিকল্পনায় বিক্রি করা হয়েছে শেয়ার। তবে, এবিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি অ্যামাজন মুখপাত্র।
২০১৭ সালেই অ্যামাজন প্রধান ঘোষণা দিয়েছিলেন যে, তার মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান ব্লু অরিজিনে বিনিয়োগ করতে প্রতি বছর একশ’ কোটি মার্কিন ডলারের শেয়ার বিক্রি করা হবে।
ব্লু অরিজিনের বর্তমান বাজার মূল্য প্রায় ১১ হাজার কোটি মার্কিন ডলার। এক সাক্ষাৎকার বেজোস বলেন, “আমার কাছে এই পরিমাণ আর্থিক সংস্থান কাজে লাগানোর একমাত্র উপায় হলো আমার অ্যামাজন সম্পদকে মহাকাশ যাত্রায় রূপান্তর করা।”
কী কারণে এতো পরিমাণ শেয়ার বিক্রি করা হচ্ছে তা নিয়ে কোনো ব্যাখ্যা দেননি বেজোস। গৃহহীন পরিবারকে সাহায্য এবং প্রাথমিক বিদ্যালয় বানাতে সাবেক স্ত্রী ম্যাকেঞ্জি বেজোসের সঙ্গে ২০১৮ সালে ‘ডে ওয়ান ফান্ড’ নামে ২০০ কোটি মার্কিন ডলারের একটি সংস্থা শুরু করেছিলেনন তিনি। শেয়ার বিক্রির অর্থ এই সংস্থায়ও যাবে বলে ধারণা করা হচ্ছে।
১৮৫০ মার্কিন ডলার মূল্যে দুই দফায় পাঁচ লাখ ৩০ হাজার অ্যামাজন শেয়ার বিক্রি করেছেন বেজোস। এরপরও ৫.৭ কোটি শেয়ার বা প্রতিষ্ঠানের ১২ শতাংশ রয়েছে তার দখলে।
-
মিথ্যাচারের মামলায় ১৫ কোটি ডলার জরিমানা দেবে টুইটার
-
ব্রেক্সিটের ইমেইল ফাঁস করেছে রুশ হ্যাকাররা: গুগল
-
২০ জনপ্রিয় গেইম আনছে সনির ‘প্লেস্টেশন ভিআর২’
-
মেটাভার্সে মানবাধিকার লঙ্ঘন নিয়ে তদন্ত চায় না মেটা
-
মাস্কের অনিশ্চয়তার মধ্যেই বার্ষিক সভা টুইটারের
-
নতুন পিসিতে পুরনো অ্যাপ: পরীক্ষায় মাইক্রোসফট
-
চীনের লকডাউনে পেছালো অ্যাপলের আইফোন উৎপাদন
-
নিজের ফেইসবুক অ্যাকাউন্ট মুছে দেবেন যেভাবে
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- দেখিয়ে দিতে চান আজার
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন
- প্যারিসের রাস্তায় মুন্সীগঞ্জের যুবককে পিটিয়ে হত্যা