আমরা ক্ষুদ্র: নাসাকে মাস্ক
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Aug 2019 07:35 PM BdST Updated: 04 Aug 2019 07:35 PM BdST
-
ছবি- রয়টার্স
বৃহস্পতির বিশাল আকার নিয়ে নাসার করা টুইট বার্তার জবাবে স্পেসএক্স প্রধান ইলন মাস্ক বলেছেন, ‘আমরা ক্ষুদ্র’। আর্টেমিস মিশনে স্পেসএক্স-এর সঙ্গেও অংশীদারিত্ব করেছে নাসা।
শনিবার এক টুইট বার্তায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, “আপনি কী জানেন বৃহস্পতির আইকনিক গ্রেট রেড স্পটে দুইটি পৃথিবী আটানো যেতে পারে? এই ছবিতে আমরা অনেকগুলো রঙিন ফিচারের মধ্যে একটি শক্তিশালী ঝড় দেখতে পাচ্ছি। ছবিটি তোলা হয়েছে @নাসাজুনো মহাকাশযান দিয়ে এবং প্রসেস করেছেন #সিটিজেনসায়েন্টিস্ট কেভিন এম. গিল।”
নাসা’র এই টুইটের জবাবেই মাস্ক বলেন , “আমরা ক্ষুদ্র।”
ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে চাঁদের বুকে পুনরায় মানুষ নামানোর লক্ষ্যে আর্টেমিস মিশনের জন্য মহাকাশ প্রযুক্তি বানাতে ১৩টি প্রতিষ্ঠানকে বাছাই করেছে নাসা। এর মধ্যে রয়েছে জেফ বেজোসের ব্লু অরিজিন এবং ইলন মাস্কের স্পেসএক্স।
এর আগে নাসা’র এক বিবৃতিতে বলা হয়, বিনামূল্যে বিশেষজ্ঞ, স্থান, হার্ডওয়্যার এবং সফটওয়্যার সমর্থন দিতে এক ডজনের কম কর্মীর মতো ছোট প্রতিষ্ঠান থেকে শুরু করে বড় প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব করা হতে পারে।
নাসার স্পেস টেকনোলজি মিশন ডিরেক্টরেট-এর সহযোগী প্রশাসক জিম রয়টার বলেন, “নাসার ভবিষ্যত মিশনের জন্য দরকার এমন প্রযুক্তি খাতগুলো আমরা চিহ্নিত করেছি এবং এই পাবলিক-প্রাইভেট অংশীদারিত্ব এই উন্নয়নের গতি বাড়াবে যাতে আমরা দ্রুত এগুলো প্রয়োগ করতে পারি।”
চাঁদের বুকে বড় রকেট উল্লম্বভাবে নামাতে ইতোমধ্যেই নাসার কেনেডি স্পেস সেন্টারে প্রযুক্তি উন্নয়নের কাজ শুরু করেছে স্পেসএক্স।
-
শেষ হলো চতুর্দশ বিডিনগ সম্মেলন ও কর্মশালা
-
স্মার্টওয়াচ ‘ফ্যাক্টরি রিসেট’ করবেন যেভাবে
-
চাকরির সাক্ষাৎকারে প্রতারণার কৌশল ‘ডিপফেইক’
-
আসছে ‘রাসবেরি পাই পিকো’র ওয়াই-ফাই সংস্করণ
-
মরণোত্তর ‘মেডাল অফ ফ্রিডম’ পাচ্ছেন স্টিভ জবস
-
ফেইসবুক পাসওয়ার্ড চুরি করছে ‘মেসেঞ্জার চ্যাটবট’
-
জুলাইয়ে আসবে হেলো ইনফিনিট-এর ‘কো-অপ মোড’
-
মামলা নিষ্পত্তিতে অ্যাপ নির্মাতাদের জরিমানা দেবে গুগল
সর্বাধিক পঠিত
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- ঝড়ের আভাস দিয়ে বিদায় নিলেন এনামুল
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- মুকুল বোস মারা গেছেন
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন