২০২০ সালের সব আইফোনে থাকতে পারে ৫জি

২০২০ সালের সব কয়টি আইফোনে মডেলে ৫জি সমর্থন করবে বলে জানিয়েছেন অ্যাপল বিশ্লেষক মিং-চি কুয়ো। সামনের বছর নতুন তিনটি আইফোন আনতে পারে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2019, 04:19 PM
Updated : 29 July 2019, 04:19 PM

ক্রমেই বিশ্বজুড়ে বাড়ছে ৫জি নেটওয়ার্কের পরিধি। আর সেইসঙ্গে বাজারে বাড়ছে ৫জি স্মার্টফোনের সংখ্যা। সামনের বছরের আইফোনে ৫জি সমর্থন আনা হবে এমনটা ধারণা করছেন অনেকেই। এবার এটি নিয়ে মত দিয়েছেন মিং-চি কুয়ো। অ্যাপল বিষয়ে সঠিক তথ্য দেওয়ায় খ্যাতি রয়েছে তার।

আগের মাসে কুয়ো বলেছিলেন সামনের বছর নতুন তিনটি আইফোন আনবে অ্যাপল। এর মধ্যে ৫.৪ ইঞ্চি ও ৬.৭ ইঞ্চি মডেলে থাকবে ৫জি সমর্থন। আর ৬.১ ইঞ্চি পর্দার আইফোন Xআর-এর নতুন সংস্করণে শুধু এলটিই নেটওয়ার্ক সমর্থন থাকবে। এবার সেই ধারণা বদলে নতুন তিন আইফোনেই ৫জি থাকবে বলে জানিয়েছেন কুয়ো-- খবর প্রযুক্তি সাইট ভার্জের।

কুয়ো বলেন, “ইনটেলের বেজব্যান্ড ব্যবসা কেনার পর ৫জি আইফোন বানাতে অ্যাপলের সক্ষমতা আরও বেড়েছে” পাশাপাশি অ্যান্ড্রয়েড ৫জি ফোনের মূল্য আরও কমে আসবে।

সম্প্রতি ১০০ কোটি মার্কিন ডলারে ইনেটেলের মডেম ব্যবসার বেশির ভাগ অধিগ্রহণ করেছে অ্যাপল। এর একদিন পরই ৫জি আইফোন নিয়ে এই ঘোষণা দিয়েছেন কুয়ো।

কুয়ো আরও বলেন বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনে সাব-৬ গিগাহার্টজ সংস্করণের ৫জি থাকবে, এমএমওয়েভ সংস্করণ আরও বেশি দ্রুত গতির হতো।

“এখানে বিষয়টি হলো, গ্রাহক মনে করবে ২০২০ সালে ৫জি একটি জরুরী ফাংশন হয়ে দাঁড়াবে। এ কারণে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান এবং গ্রাহকের আগ্রহ বিবেচনা করে ৫জি আইফোন বেশি দামে বিক্রি করবে অ্যাপল।”

কুয়ো আরও বলেন, অ্যাপলের ধারণা বিস্তৃত ৫জি নেটওয়ার্কের সুবিধা নিতে গ্রাহক কিছুটা বেশি মূল্য দিতে চাইবে।