স্মার্ট ডায়পার আনলো প্যামপার্স

শিশুদের জন্য ‘লুমি’ নামে নতুন স্মার্ট ডায়পার উন্মোচন করেছে প্যামপার্স।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2019, 10:37 AM
Updated : 23 July 2019, 10:37 AM

স্মার্ট এই ডায়পার ব্যবস্থায় একটি সেন্সর ব্যবহার করা হয়েছে, যা বিশেষ ধরনের ডিসপোজএবল ডায়পারের সঙ্গে ব্যবহার করা যাবে। একটি সেন্সরই বারবার ব্যবহার করা যাবে। শিশুদের ডায়পার কখন বদলাতে হবে তা অ্যাপের মাধ্যমে বাবা-মাকে জানানো হবে বলে প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর।

শিশুর ঘুম, খাওয়া এবং মূত্র ত্যাগের মতো বেশ কিছু অভ্যাস শনাক্ত করতে পারবে এই স্মার্ট ডায়পার।

এই ব্যবস্থায় একটি ওয়াই-ফাই যুক্ত নাইট ভিশন ক্যামেরাও রাখা হয়েছে, যা ঘরের তাপমাত্রা ও আর্দ্রতা পর্যবেক্ষণ করবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে স্মার্ট এই ডায়পার প্রযুক্তি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এতে সাইবার ঝুঁকির আশঙ্কা রয়েছে বলে ধারণা করছেন তারা।

ক্যাস্পারস্কি’র প্রধান নিরাপত্তা গবেষক ডেভিড এম বলেন, “অন্যান্য সব স্মার্ট ডিভাইসের মতোই ইন্টারনেট সংযোগের এই ডায়পারে সাইবার ঝুঁকি রয়েছে।”

“যদি কোনো হ্যাকার প্যামপার্স অ্যাকাউন্টের অ্যাকসেস নিতে পারেন, তবে তিনি নিজেই পুরো ব্যবস্থা পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করতে পারবেন।”

“দ্বিতীয়ত এই ব্যবস্থার সঙ্গে যুক্ত স্মার্টফোন যদি আক্রান্ত হয় তবে হ্যাকাররা প্যামপার্স অ্যাকাউন্টের অ্যাকসেস পাবেন, যাতে কন্টাক্টস এবং ব্যাংকিং তথ্যসহ অন্যান্য সংবেদনশীল ডেটা থাকতে পারে।”

গুগলের জীবন বিজ্ঞান সংস্থা ভেরিলি’র সঙ্গে এই ডায়পার বানিয়েছে প্যামপার্স। লুমি’র ব্যবস্থায় ভেরিলি এনক্রিপশন যোগ করায় এতে কিছুটা নিরাপত্তা রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।