ইকুইফ্যাক্সের মুক্তিমূল্য ৭০ কোটি ডলার

তথ্য ফাঁসের ঘটনা মীমাংসা করতে মার্কিন নীতি নির্ধারকদেরকে ৭০ কোটি ডলার জরিমানা দিতে যাচ্ছে ইকুইফ্যাক্স, শুক্রবার এমনটাই প্রতিবেদনে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2019, 04:16 PM
Updated : 20 July 2019, 06:32 PM

প্রতিবেদনে বলা হয়, মামলা মীমাংসা করতে ফেডারেল ট্রেড কমিশন, কনজিউমার ফিনান্সিয়াল ব্যুরো এবং বেশিরভাগ রাষ্ট্র পক্ষের আইনজীবীকে জরিমানার অর্থ দেবে ইকুইফ্যাক্স। তবে এব্যাপারে কোনো মন্তব্য করেনি ক্রেডিট রিপোর্টিং প্রতিষ্ঠানটি।

২০১৭ সালে প্রতিষ্ঠানে সাইবার হামলার ঘটনায় প্রতিষ্ঠানটির গ্রাহকের তথ্য ফাঁস হয়। এতে আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৩০ লাখ গ্রাহক।

ঠিক কতোজন ভোক্তা অভিযোগ করেছেন তার ওপর ভিত্তি করে জরিমানার অঙ্ক বদলাতেও পারে। মীমাংসার ব্যাপারে সোমবার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে বলে প্রতিবেদনে জানিয়েছে ইকুইফ্যাক্স।

গ্রাহকের ডেটা কীভাবে সুরক্ষিত করা হয় এবং মজুদ করা হয় মীমাংসা করতে গেলে অনেক বদল আনতে হবে প্রতিষ্ঠানটিকে।

তথ্য ফাঁসের ঘটনায় যেসব ভোক্তা ক্ষতিগ্রস্থ হয়েছেনে তাদের ক্ষতিপূরণ দিতে তহবিল দেওয়া হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।