উইন্ডোজ ১০ থেকে পাসওয়ার্ড বাদ দিতে পারে মাইক্রোসফট

উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম থেকে পাসওয়ার্ড ব্যবস্থা বাদ দেওয়ার পরিকল্পনা করছে মাইক্রোসফট। এর বদলে উইন্ডোজ হ্যালো ফেইস শনাক্তকরণ, ফিঙ্গারপ্রিন্ট বা পিন কোড চালু করবে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2019, 03:42 PM
Updated : 12 July 2019, 03:42 PM

উইন্ডোজ ১০ থেকে পাসওয়ার্ড বাদ দিতে কয়েক মাস ধরে কাজ করছে মাইক্রোসফট। ফলে উইন্ডোজ ১০-এর পরবর্তী মূল উইন্ডোজ ১০ আপডেট পেছাতে পারে ২০২০ সাল পর্যন্ত-- খবর আইএএনএস-এর।

সফটওয়্যার জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটির ধারণা পাসওয়ার্ডের চেয়ে পিন কোড অনেক বেশি নিরাপদ। চার ডিজিটের পিন কোড অনেক সহজ এবং এটি অনলাইনে ফাঁস হওয়ার আশঙ্কাও কম।

প্রতিজন আলাদা গ্রাহকের জন্য উইন্ডোজ ১০ ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউল (টিপিএম)-এর সঙ্গে একটি প্রাইভেট কি মজুদ করে। টিপিএম একটি নিরাপদ চিপ যা পিনকোড গ্রাহকের লোকাল ডিভাইসে মজুদ করে। ফলে সার্ভার হ্যাকিংয়ে পাসওয়ার্ড চুরি করা হলেও উইন্ডোজ হ্যালো পিনে এর কোনো প্রভাব পড়বে না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মাইক্রোসফটের ব্যবসায়িক গ্রাহক অ্যাজিউর অ্যাক্টিভ ডিরেক্টরির মতো সেবাগুলোতেও পাসওয়ার্ডলেস ব্যবস্থা আনা হবে বলে ধারণা করা হচ্ছে। এর বদলে ব্যবহার করা হবে নিরাপত্তা কি, অথেনটিকেটর অ্যাপ বা উইন্ডোজ হ্যালো।

ফিচারটি সামনের বছর উন্মুক্ত করা হলে লগইন স্ক্রিন থেকে পাসওয়ার্ড অপশন পুরোপুরি গায়েব হতে পারে বলে ধারণা করা হচ্ছে।