অগাস্টে আসছে গ্যালাক্সি নোট ১০

নতুন ফ্ল্যাগশিপ গ্যালাক্সি নোট ১০ উন্মোচন ইভেন্টের তারিখ জানিয়েছে স্যামসাং। চলতি বছরের ৭ অগাস্ট নিউ ইয়র্কের ব্রুকলিনের বার্কলেই’স সেন্টারে উন্মোচন করা হবে ডিভাইসটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2019, 01:53 PM
Updated : 2 July 2019, 01:53 PM

অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে খুব বেশি তথ্য দেওয়া হয়নি। এর কাভারে দেওয়া হয়েছে এস পেন এবং একটি ক্যামেরা লেন্স-এর ছবি।

সাম্প্রতিক সময়ে নতুন এই ডিভাইসটি নিয়ে বেশ কিছু তথ্য সামনে এসেছে। বলা হচ্ছে, নতুন ফ্যাবলেটের সামনে পুরো মাঝ বরাবর রাখা হবে ক্যামেরাটি। আর এই ক্যামেরা থাকবে পর্দার ভেতরেই-- খবর প্রযুক্তি সাইট ভার্জের।

গ্যালাক্সি নোট ১০ ডিভাইসটি নিয়ে এমন গুজবও রয়েছে যে এতে রাখা হবে না কোনো ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক। আর ডিভাইসটি এবার আনা হতে পারে দুই মাপে। একটির পর্দা হবে ৬.২৮ ইঞ্চি এবং অন্যটির ৬.৭৫ইঞ্চি। এছাড়া প্রতিটি ডিভাইসের একটি করে ৫জি সংস্করণও উন্মোচন করা হতে পারে।

এবারের ইভেন্টে গ্যালাক্সি নোট ১০ উন্মোচনের পাশাপাশি ফোল্ডএবল ডিভাইস গ্যালাক্সি ফোল্ড নিয়ে তথ্য জানানো হবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। ইতোমধ্যেই পর্দা ত্রুটির কারণে ডিভাইসটি বাজারে আনার তারিখ কয়েক দফা পিছিয়েছে প্রতিষ্ঠানটি।

সোমবার স্যামসাংয়ের সহকারী প্রধান নির্বাহী ডিজে কো গ্যালাক্সি ফোল্ড নিয়ে বলেন ডিভাইসটি “প্রস্তুত হওয়ার আগেই” আনা হয়েছিল।