নিখোঁজ ইউটিউবারের লাশ উদ্ধার

নিখোঁজ হওয়ার প্রায় এক সপ্তাহ পর সোমবার নিউ ইয়র্কে পাওয়া গেছে ইউটিউবার ইটিকার মৃত দেহ। ভিডিও গেইম নিয়ে ভিডিও বানানোয় জনপ্রিয়তা ছিল তার।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2019, 12:35 PM
Updated : 26 June 2019, 12:35 PM

মঙ্গলবার নিউ ইয়র্ক পুলিশ বিভাগের পক্ষ থেকে এক টুইট বার্তায় বলা হয়, “আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, ডেসমন্ড আমোফা যিনি ইটিকা নামে পরিচিত, তার মৃত দেহ পাওয়া গেছে।”

আগের বৃহস্পতিবার ২৯ বছর বয়সী এই ইউটিউবারের তথ্য দেওয়ায় অনুরোধ জানানো হয় এনওয়াইপিডি’র পক্ষ থেকে। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, ১৯ জুন স্থানীয় সময় রাত আট টার পর থেকে ফোনে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।  তার “সাম্প্রতিক একটি ভিডিও দেখে উদ্বেগ প্রকাশ করছেন অনেকেই,”-- খবর সিএনবিসি’র।

আট মিনিটের এক ভিডিও আপলোড করেন আমোফা। এতে আত্মহত্যা নিয়ে ভাবনার কথাও বলা হয়েছে। ভিডিওটি সরিয়ে নিয়েছে ইউটিউব।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, লোয়ার ম্যানহাটনের ইস্ট রিভারের পিয়ার ১৬-এর কাছ থেকে সোমবার রাতে তার লাশ উদ্ধার করা হয়েছে। আর ম্যানহাটন ব্রিজের পাশ থেকে তার কিছু জিনিসপত্র পাওয়া গেছে।

ইউটিউবের টুইটার অ্যাকাউন্টে এ বিষয়ে শোক প্রকাশ করে বলা হয়, “ইটিকার মৃত্যুতে আমরা শোকাহত, তিনি আমাদের গেইমিং নির্মাতা কমিউনিটির একজন প্রিয় সদস্য। ইউটিউবের আমরা সবাই তার কাছের মানুষ ও ভক্তদের জন্য সমবেদনা জানাচ্ছি।”