বায়ুমণ্ডল থেকে কার্বন সরাবেন বিল গেটস!

জলবায়ু পরিবর্তন কমাতে বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড টেনে নেওয়ার কাজ করবে ব্রিটিশ কলোম্বিয়ার স্কোয়ামিশের এক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে সহায়তা দিচ্ছেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2019, 07:19 PM
Updated : 23 June 2019, 07:19 PM

কার্বন ইঞ্জিনিয়ারিং নামের প্রতিষ্ঠানটি বিশাল আকৃতির পাখা এবং জটিল রাসায়নিক প্রক্রিয়ায় বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড সরিয়ে নেয়। এই প্রক্রিয়ার নাম বলা হয় ‘ডিরেক্ট এয়ার ক্যাপচার’-- খবর সিএনবিসি’র।

ডিরেক্ট এয়ার ক্যাপচার নতুন কোনো প্রযুক্তি নয়। তবে কার্বন ইঞ্জিনিয়ারিংয়ের দাবি তাদের প্রযুক্তি এখন ব্যবহারের জন্য আর্থিকভাবে যথেষ্টই লাগসই।

এই প্রকল্পে বিল গেটসের সঙ্গে কার্বন ইঞ্জিনিয়ারিংকে সহায়তা দিচ্ছে তেল উত্তোলনকারী প্রতিষ্ঠান শেভরন বিএইচপি এবং অকসিডেন্টাল।

এই অংশীদারিত্বের মাধ্যমে বাজারে নাম লেখাতে পারবে কার্বন ইঞ্জিনিয়ারিং। আর বায়ু থেকে সরানো কার্বন দিয়ে সিনথেটিক জ্বালানি তৈরি করা যাবে এবং ভূমি থেকে আরও বেশি তেল উত্তোলন করা যাবে।