আর ট্যাবলেট বানাবে না গুগল

নিজস্ব ট্যাবলেট উৎপাদন থেকে সরে আসছে গুগল। নতুন দুইটি ট্যাবলেটের উন্মোচনও বন্ধ করেছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2019, 07:39 AM
Updated : 23 June 2019, 07:39 AM

পিক্সেলবুক স্লেট-এর আর কোনো নতুন সংস্করণ আনবে না অ্যান্ড্রয়েড নির্মাতা প্রতিষ্ঠানটি। এর বদলে পিক্সেলবুক ল্যাপটপে নজর দেবে তারা-- খবর বিজনেস ইনসাইডারের।

গুগলের এক মুখপাত্র বলেন, “বিস্তৃত পরিসরের ডিভাইসে ক্রোম ওএস-এর জনপ্রিয়তা বেড়েছে এবং আমরা আমাদের ল্যাপটপ ও ট্যাবলেটের অংশীদারদের সঙ্গে ইকোসিস্টেম নিয়ে কাজ করতে থাকবো। আমরা ক্রোম ওএস ল্যাপটপে নজর দেবো এবং পিক্সেল স্লেট ট্যাবলেটে সমর্থন দিতে থাকবো।”

গুগল যে দুইটি ট্যাবলেটের উন্মোচন বাতিল করেছে সেগুলো বানাতে যেসব কর্মী কাজ করছিলো তাদের বেশিরভাগকে পিক্সেলবুক ল্যাপটপ লাইনে বদলি করা হয়েছে। আর বাকিদেরকে “গোপন একটি প্রকল্পে” কাজে লাগানো হয়েছে।

আগের বছর ১২.৩ ইঞ্চি পিক্সেল স্লেট ট্যাবলেট উন্মোচন করে গুগল। নতুন দুইটি ট্যাবলেট এর চেয়ে ছোট হওয়ার কথা ছিলো।

চলতি বছরের কোনো এক সময় দুইটি ট্যাবলেট একসঙ্গে উন্মোচনের কথা থাকলেও মান পরীক্ষার পর গুগলের স্ট্যান্ডার্ডে না পৌঁছানোয় এগুলো বাতিল করা হয়। একইসঙ্গে পুরো ট্যাবলেট লাইনআপ বাতিল করেছে গুগল।