ছয় লাখ ডলার ভাইরাস মুক্তিপণ দিচ্ছে ফ্লোরিডা

ক্ষতিগ্রস্থ কম্পিউটার পুনরায় কাজ করাতে হ্যাকারকে ছয় লাখ মার্কিন ডলার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে ফ্লোরিডা অঙ্গরাজ্যের এক শহর।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2019, 12:37 PM
Updated : 22 June 2019, 12:37 PM

র‍্যানসমওয়্যার হামলায় পাম বিচের উপশহর রিভিয়েরা বিচের পৌর কম্পিউটারগুলো র‍্যানসমওয়্যার হামলায় অকেজো হয়ে পড়ে। ইমেইল ব্যবস্থা অকেজো হয়ে পড়ায় জরুরী ভিত্তিতে কাগজে লিখে ম্যানুয়াল পেপার ব্যবস্থা চালু করা হয়।

বিষয়টি নিয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। এরইমধ্যে হ্যাকারদেরকে অর্থ দেওয়ার পক্ষে ভোট দিয়েছে ৩৫ হাজার মানুষের কমিউনিটি কাউন্সিল—খবর বিবিসি’র।

কাউন্সের এক মুখপাত্র রোজ অ্যানি ব্রাউন বলেন, “আমরা তাদের পরামর্শের ওপর নির্ভর করছি।”

ব্রাউন আরও বলেন, এমন কোনো নিশ্চয়তা নেই যে হ্যাকারদের অর্থ পরিশোধ করার পর তারা সব কম্পিউটার ব্যবস্থা আগের অবস্থায় ফিরিয়ে আনবে।

ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন দিয়ে মুক্তিপণের অর্থ পরিশোধ করা হবে। আর এই অর্থ আসবে শহরের বীমা পলিসি থেকে।

চলতি বছরের মে মাসেই কম্পিউটার ব্যবস্থায় র‍্যানসমওয়্যার হামলা চালানো হয়। একজন কর্মী ইমেইলে পাঠানো ফাঁদে ক্লিক করায় পুরো ব্যবস্থায় এটি ছড়িয়ে পড়ে। এতে পানির পাম্পের স্টেশন বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি টাকা তোলার ক্ষেত্রে চেক হাতে স্বাক্ষর ও অনুমোদন দেওয়ার দরকার পড়ে।

নিরাপত্তা প্রতিষ্ঠান আইওঅ্যাক্টিভ-এর প্রধান প্রযুক্তি কর্মকর্তা সিজার সেরুডো বলেন, “সব সময় কম পরিশ্রম করে সাইবার হামলাকারীরা বেশি লাভ করতে চায়, এজন্য শহরের প্রযুক্তিকে লক্ষ্য করা তাদের জন্য ভালো ব্যবসার সুযোগ।”

বড় সংস্থাগুলো তাদের সাইবার নিরাপত্তা আরও উন্নত করায় সেগুলোক লক্ষ্য বানানো কষ্টকর। পৌরসভার মতো স্থানীয় সংস্থাগুলোর নিরাপত্তা ব্যবস্থা অপেক্ষাকৃত দূর্বল হওয়ায় এগুলোকে লক্ষ্য করে হ্যাকাররা।