গুগল ক্যালেন্ডারে বিভ্রাট

বিশ্বজুড়ে বিভ্রাটের শিকার হয়েছে গুগল ক্যালেন্ডার। ওয়েব ব্রাউজারের মাধ্যমে ক্যালেন্ডারে প্রবেশ করতে গেলে পাওয়া যাচ্ছিলো ‘৪০৪ এরর’ বার্তা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 June 2019, 07:22 PM
Updated : 18 June 2019, 07:22 PM

বিভ্রাটের ব্যাপারে জানতে প্রযুক্তি সাইট ভার্জের পক্ষ থেকে গুগলের সঙ্গে যোগাযোগ করা হলে তারাও বিষয়টি নিশ্চিত করেছে।

গুগলের পক্ষ থেকে বলা হয়, “গুগল ক্যালেন্ডারের বিষয়টি আমরা খতিয়ে দেখছি। শীঘ্রই আমরা এটি নিয়ে আরও তথ্য জানাবো।” সার্চ ইঞ্জিন জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি এক বার্তায় এই সমস্যাকে “সেবা বিভ্রাটের” বদলে “সেবায় বাধা” হিসেবে দাবি করেছে।

প্রতিবেদন প্রকাশের সময় জিমেইল, গুগল ম্যাপস এবং হ্যাংআউট মিট-এর মতো অন্যান্য গুগল সেবা ঠিকমতোই চলছিল।

চলতি মাসেই প্রতিষ্ঠানের ক্লাউড সেবায় সমস্যার কারণে ইউটিউব, জিমেইল এবং স্ন্যাপচ্যাট সেবাতেও বিভ্রাট দেখা গেছে। সেসময় এই ত্রুটির জন্য “যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে বিপুল পরিমাণ নেটওয়ার্ক জ্যামের” কথা জানিয়েছিলো প্রতিষ্ঠানটি।