বাবা দিবসে পাল্টে গেল ইলন মাস্কের টুইটার নাম

টুইটার অ্যাকাউন্ট মুছে ফেলার কথা জানিয়েছেন টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 June 2019, 11:51 AM
Updated : 18 June 2019, 11:51 AM

বারবারই টুইটার অ্যাকাউন্ট থেকে বেফাঁস মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন মাস্ক। এবার সমালোচনাকে হয়তো আরেক ধাপ এগিয়ে নিলেন তিনি।

প্রযুক্তি সাইট সিনেটের প্রতিবেদনে বলা হয়, টুইটার অ্যাকাউন্টের নাম ‘ইলন মাস্ক’ থেকে ‘ড্যাডি ডটকম’-এ পরিবর্তন করেছেন মাস্ক। এর আগে ইলন মাস্ক টুইটার হ্যান্ডল থেকে থেকে তিনি এক টুইটে বলেন, “মাত্র আমার টুইটার অ্যাকাউন্ট মুছে ফেলেছি।”

সিনেটের পক্ষ থেকে ড্যাডি ডটকম সার্চ করে দেখা গেছে একটি প্যারেন্টিং সাইট যেখানে বাবাদের জন্য অনেক উপদেশ দেওয়া রয়েছে। রোববার অনেক দেশেই ছিলো বাবা দিবস।

পরবর্তীতে অ্যাকাউন্টের নাম পরিবর্তন করে ‘ইলন মাস্ক’-এ ফিরিয়ে আনা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইলন মাস্কের অনেক টুইটই ক্ষতিকর নয়। কিন্তু তার কিছু ইন্টারনেট কার্যক্রমের জন্য তাকে আইনি প্রক্রিয়ার মধ্যেও পড়তে হয়েছে।

ফেব্রুয়ারি মাসে ২০১৯ সালে টেসলার উৎপাদন সংখ্যা নিয়ে টুইট করায় সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-এর জরিমানার মুখেও পড়েছেন মাস্ক।