বাবা দিবসে পাল্টে গেল ইলন মাস্কের টুইটার নাম
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jun 2019 05:51 PM BdST Updated: 18 Jun 2019 05:51 PM BdST
-
ছবি- রয়টার্স
টুইটার অ্যাকাউন্ট মুছে ফেলার কথা জানিয়েছেন টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক।
বারবারই টুইটার অ্যাকাউন্ট থেকে বেফাঁস মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন মাস্ক। এবার সমালোচনাকে হয়তো আরেক ধাপ এগিয়ে নিলেন তিনি।
প্রযুক্তি সাইট সিনেটের প্রতিবেদনে বলা হয়, টুইটার অ্যাকাউন্টের নাম ‘ইলন মাস্ক’ থেকে ‘ড্যাডি ডটকম’-এ পরিবর্তন করেছেন মাস্ক। এর আগে ইলন মাস্ক টুইটার হ্যান্ডল থেকে থেকে তিনি এক টুইটে বলেন, “মাত্র আমার টুইটার অ্যাকাউন্ট মুছে ফেলেছি।”
সিনেটের পক্ষ থেকে ড্যাডি ডটকম সার্চ করে দেখা গেছে একটি প্যারেন্টিং সাইট যেখানে বাবাদের জন্য অনেক উপদেশ দেওয়া রয়েছে। রোববার অনেক দেশেই ছিলো বাবা দিবস।
পরবর্তীতে অ্যাকাউন্টের নাম পরিবর্তন করে ‘ইলন মাস্ক’-এ ফিরিয়ে আনা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইলন মাস্কের অনেক টুইটই ক্ষতিকর নয়। কিন্তু তার কিছু ইন্টারনেট কার্যক্রমের জন্য তাকে আইনি প্রক্রিয়ার মধ্যেও পড়তে হয়েছে।
ফেব্রুয়ারি মাসে ২০১৯ সালে টেসলার উৎপাদন সংখ্যা নিয়ে টুইট করায় সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-এর জরিমানার মুখেও পড়েছেন মাস্ক।
-
শুরু হলো কোরবানির পশু কেনাবেচায় ডিজিটাল হাট
-
জ্বর শনাক্ত করবে অ্যাপল ওয়াচ সিরিজ ৮?
-
ক্রিপ্টোই আর্থিক সম্পৃক্ততার চাবিকাঠি: মধ্য আফ্রিকা
-
ব্রিটিশ আর্মির ফেইসবুক, টুইটার, ইউটিউব ‘হ্যাকড’
-
অ্যান্ড্রয়েডে ‘ন্যাভিগেশন বার’ সাজানোর সুযোগ দেবে টুইটার
-
বন্ধ হচ্ছে মেটার ডিজিটাল ওয়ালেট ‘নোভি’
-
মোবাইল অ্যাপে ‘পডকাস্ট ক্রিয়েশন টুল’ আনছে স্পটিফাই
-
‘এলজিবিটি সার্চ’ নিষিদ্ধ আমিরাতের অ্যামাজনে
সর্বাধিক পঠিত
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে
- বিমানের দুই বোয়িংয়ের আবার ঠোকাঠুকি
- উৎপল-বিউটির উদযাপনের লগ্ন এখন শোকের মঞ্চ